IND Vs AUS Final Win Prediction: Astrologer Foretells Winner Of Cricket World Cup 2023

আমদাবাদ: ২০০৩ সাল। সৌরভের ভারতের বিশ্বজয়ের স্বপ্নভঙ্গ করে দিয়েছিলেন পন্টিংয়ের অস্ট্রেলিয়া। ২০ বছর পর আরও একটা বিশ্বকাপের আসর। আর ফের টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া (India vs Australia)। সৌরভের (Sourav Ganguly) স্বপ্নভঙ্গের যন্ত্রণার বদলা নেওয়ার পালা রোহিতের সামনে। ক্রিকেট বিশেষজ্ঞরা বলেই দিচ্ছেন যে আসন্ন রবিবারের মহারণে খাতায় কলমে অনেক এগিয়ে টিম ইন্ডিয়া। এখনও পর্যন্ত সেমিফাইনালের লড়াই নিয়ে টানা ১০ ম্যাচ খেলে প্রত্যেকটিতেই জয় ছিনিয়ে নিয়েছে টিম ইন্ডিয়া। অন্য়দিকে অস্ট্রেলিয়া প্রথম দুটো ম্য়াচ বাদে সবগুলোতেই জয় ছিনিয়ে নিয়েছে। হাড্ডাহাড্ডি লড়াই হলেও শেষ পর্যন্ত প্রোটিয়াদের বিরুদ্ধে ৭ উইকেটে সেমিতে জিতে ফাইনালে উঠেছে কামিন্সের দল। 

ম্যাচের ফল কী হবে, তা তো জানা যাবে আগামী রবিবারই। কিন্তু তার আগে জ্যোতিষী পণ্ডিত জগন্নাথ গুরুজি জানিয়ে দিলেন যে কোন দল জিতবে বিশ্বকাপ ফাইনালে। তাঁর মতে রবিবারের ফাইনালের লড়াইয়ে বেশ কিছুটা এগিয়ে ভারতই। এই জ্যোতিষী জানিয়েছেন, ”জ্যোতিষ গণনায় দেখা গিয়েছে যে ভারতের ভাগ্য খুবই ভাল। এমনকী রোহিত শর্মার ভাগ্যও। আত্মবিশ্বাস, প্রাণশক্তি, ইতিবাচক মনোভাব সবই লক্ষ্য করা যাচ্ছে, অনেকটাই ২০১১ সালের মহেন্দ্র সিংহ ধোনির ভাগ্যের মতই। যা রোহিতকে ভারতীয় দলের অধিনায়ক হিসেবে খেতাব জয়ের হয়ত অনেকটাই এগিয়ে রাখবে।”

এদিকে, বিশ্বকাপের ফাইনালের প্রাক্কালে আমদাবাদের প্রখ্যাত ফাইভ স্টার হোটেলগুলিতে থাকতে হলে গুণতে হবে লক্ষাধিক টাকা ! গুজরাতের স্থানীয় সংবাদসংস্থা ও জাতীয় সংবাদসংস্থাগুলির দেওয়া তথ্য জানাচ্ছে যে তথ্য। সাধারণ হোটেলে থাকার জন্যও ১০ হাজার টাকার বেশি খরচ করতে হচ্ছে বলেই খবর। পাশাপাশি একলাফে অনেকটাই বেড়ে গিয়েছে আমদাবাদ শহরের উড়ে যাওয়ার বিমান ভাড়া। যেমনটা দেখা গিয়েছিল, গ্রুপপর্বে ভারত-পাকিস্তান মেগা ম্যাচের আগেও। 

বিশ্বকাপের সূচি ঘোষণার পর থেকেই আমদাবাদে ভারত-পাকিস্তান ও ফাইনাল ম্যাচের টিকিট কাটার ধুম শুরু হয়ে গিয়েছিল। ভারত বিশ্বকাপ জেতার দোরগোড়ায় পৌঁছে যেতে স্বাভাবিকভাবেই যে আকুতি আরও বেড়ে গিয়েছে। ঘরের মাঠে দীর্ঘ ১২ বছর পর ফের একবার সুযোগ রয়েছে ক্রিকেটে বিশ্বসেরা হওয়ার। ক্রিকেট বিশ্বযুদ্ধের ইতিহাসে চতুর্থবার স্থান করে নেওয়ার পর মেন ইন ব্লুর কাছে সুযোগ ২০ বছর আগের বদলা নেওয়ার।

গ্রুপপর্বে ভারত-পাকিস্তান ম্যাচের সময় যেরকম চাহিদা ছিল, তার থেকে বেশ কয়েকগুণ বেড়ে গিয়েছে ফাইনালের আগে হোটেল, বিমানের চাহিদা। বিভিন্ন ট্রাভেল এজেন্সি সূত্রে খবর, আমদাবাদের বিমানের টিকিটের দাম ২০০ থেকে ৩০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।