ODI World Cup 2023 Final Ahmedabad Hotels Cross Rs 1 Lakh A Night Flight Ticket Prices Soar Ahead Of India Australia Final

আমদাবাদ : ক্রিকেট বিশ্বযুদ্ধের শেষ লড়াই। বিশ্বসেরা (World Cup 2023) হওয়ার লক্ষ্যে সম্মুখসমরে ভারত ও অস্ট্রেলিয়া। মাঝে আর একটা দিন, তারপরই রবিবার মেগা ফাইনাল। আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে (Ahmedabad Narendra Modi Stadium)। আর সেই মেগা ডুয়েলের প্রাক্কালে প্রবল মহার্ঘ আমদাবাদ। গুজরাতের শহরের হোটেল ভাড়া থেকে সেখানে পৌঁছনোর বিমানের টিকিট, সবই যেন আকাশ ছুঁয়েছে। 

বিশ্বকাপের ফাইনালের প্রাক্কালে আমদাবাদের প্রখ্যাত ফাইভ স্টার হোটেলগুলিতে থাকতে হলে গুণতে হবে লক্ষাধিক টাকা ! গুজরাতের স্থানীয় সংবাদসংস্থা ও জাতীয় সংবাদসংস্থাগুলির দেওয়া তথ্য জানাচ্ছে যে তথ্য। সাধারণ হোটেলে থাকার জন্যও ১০ হাজার টাকার বেশি খরচ করতে হচ্ছে বলেই খবর। পাশাপাশি একলাফে অনেকটাই বেড়ে গিয়েছে আমদাবাদ শহরের উড়ে যাওয়ার বিমান ভাড়া। যেমনটা দেখা গিয়েছিল, গ্রুপপর্বে ভারত-পাকিস্তান মেগা ম্যাচের আগেও। 

বিশ্বকাপের সূচি ঘোষণার পর থেকেই আমদাবাদে ভারত-পাকিস্তান ও ফাইনাল ম্যাচের টিকিট কাটার ধুম শুরু হয়ে গিয়েছিল। ভারত বিশ্বকাপ জেতার দোরগোড়ায় পৌঁছে যেতে স্বাভাবিকভাবেই যে আকুতি আরও বেড়ে গিয়েছে। ঘরের মাঠে দীর্ঘ ১২ বছর পর ফের একবার সুযোগ রয়েছে ক্রিকেটে বিশ্বসেরা হওয়ার। ক্রিকেট বিশ্বযুদ্ধের ইতিহাসে চতুর্থবার স্থান করে নেওয়ার পর মেন ইন ব্লুর কাছে সুযোগ ২০ বছর আগের বদলা নেওয়ার।

২০০৩ বিশ্বকাপের ফাইনালে রিকি পন্টিংয়ের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া দলের কাছে হারতে হয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভারতীয় দলকে। এবার ২০ বছর পরে সুযোগ রয়েছে অস্ট্রেলিয়া হারিয়ে ফের একবার ক্রিকেটে বিশ্বসেরা হওয়ার। রয়েছে তৃতীয়বার ওডিআই বিশ্বকাপ জেতার হাতছানিও। আর সেই বিষয়টা চাক্ষুষ করার সুযোগ পেয়ে কাজে লাগানোর ধুম পড়ে গিয়েছে। যার সুবাদেই একধাক্কায় হোটেল থেকে বিমান ভাড়া লাফিয়ে বেড়েছে সবই। 

গ্রুপপর্বে ভারত-পাকিস্তান ম্যাচের সময় যেরকম চাহিদা ছিল, তার থেকে বেশ কয়েকগুণ বেড়ে গিয়েছে ফাইনালের আগে হোটেল, বিমানের চাহিদা। বিভিন্ন ট্রাভেল এজেন্সি সূত্রে খবর, আমদাবাদের বিমানের টিকিটের দাম ২০০ থেকে ৩০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।                                                                                

 

 

আরও পড়ুন- ঘুচল না চোকার্স তকমা, কতবার বিশ্বমঞ্চে বিপর্যয় দক্ষিণ আফ্রিকার ?