Sukanta Majumder: পশ্চিমবঙ্গের জনবিন্যাস বদলে দিতে উগ্রপন্থীদের সাহায্য করছে তৃণমূল: সুকান্ত

পশ্চিমবঙ্গের জনবিন্যাস বদলে দিতে উগ্রপন্থী সংগঠনগুলিকে সাহায্য করছে তৃণমূল কংগ্রেস। এমনই বিস্ফোরক দাবি করলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। শুক্রবার দিল্লি উড়ে যাওয়ার আগে দমদম নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে এই দাবি করেন তিনি।

বৃহস্পতিবার দার্জিলিংয়ের পানিট্যাঙ্কি সীমান্ত দিয়ে নেপাল থেকে ভারতে অনুপ্রবেশের সময় ২ পাকিস্তানি নাগরিককে গ্রেফতার করে SSB. সেই ঘটনা নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে সুকান্তবাবু বলেন, ‘সব থেকে উদ্বেগের কথা, যে ভাবে কিছুদিন আগে NIA বনগাঁ এলাকা থেকে রোহিঙ্গাদের ঢোকানো হচ্ছে বলে যে ভাবে গ্রেফতার করেছে তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে পশ্চিমবঙ্গের জনবিন্যাস বদলে দিতে একটা চক্রান্ত চলছে। তৃণমূল কংগ্রেস দ্বারা পরিচালিত প্রশাসন এই সব উগ্রপন্থী সংগঠনকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সাহায্য করছে’।

বৃহস্পতিবার দার্জিলিংয়ের পানিট্যাঙ্কি দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেন সায়েস্তা হানিফি নামে এক মহিলা। সঙ্গে ছিল তাঁর নাবালক ছেলে। কোনও ভিসা ছাড়াই নিজেকে ভারতীয় পরিচয় দিয়ে সীমান্ত পেরনোর চেষ্টা করেন তিনি। অভিবাসন দফতরের আধিকারিকরা তাঁকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। ধৃত মহিলা ISIএর চর কি না তা খতিয়ে দেখছে পুলিশ।