Ration Scam: নিজেকে বাঁচাতে পুলিশি তদন্তকে ঢাল করার পরিকল্পনা আগেই করে রেখেছিলেন বালু: ED

পুলিশে দায়ের করা অভিযোগকে হাতিয়ার করে রেশন দুর্নীতির দায় ঘাড় থেকে নামানোর চেষ্টা গ্রেফতার মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। অন্তত এমনটাই মনে করছেন তদন্তকারীরা। ইডির তরফে জানানো হয়েছে, রেশন নিয়ে যে দুর্নীতি হচ্ছে তা বিলক্ষণ জানতেন মন্ত্রী। তবু তিনি কোনও পদক্ষেপ করেননি।

ইডি সূত্রে খবর, জেরায় বালু জানিয়েছেন, রেশন দুর্নীতির খবর তাঁর কাছেও এসেছিল। একাধিক ব্যক্তি তাঁর কাছে দুর্নীতির অভিযোগ করেছিলেন। তাঁরাই রাজ্যের বিভিন্ন থানায় রেশন দুর্নীতির অভিযোগও দায়ের করেন। এর পর তদন্ত শুরু করে পুলিশ। যেহেতু এব্যাপারে পুলিশি তদন্ত আগে থেকে জারি ছিল তাই খাদ্য দফতরের তরফে আরও কোনও বিভাগীয় তদন্তের উদ্যোগ নেওয়া হয়নি।

ইডির তদন্তকারীদের দাবি, আসলে গোটা বিষয়টিই সাজানো। নিজের ঘাড় থেকে দায় ঝেড়ে ফেলতে জ্যোতিপ্রিয়ই বিভিন্ন ব্যক্তিকে দিয়ে বাকিবুরের বিরুদ্ধে অভিযোগ করিয়েছিলেন। তার পর নিজে প্রভাব খাটিয়ে পুলিশি তদন্ত বন্ধ করে দেন জ্যোতিপ্রিয়। তদন্তকারীদের আরও দাবি, দুর্নীতির ব্যাপারে যে তিনি জানতেন তাও স্বীকার করেছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী।

রেশন দুর্নীতিতে গত ২৭ অক্টোবর গ্রেফতারির পর এখন জেল হেফাজতে রয়েছেন জ্যোতিপ্রিয়। ৩০ নভেম্বর পর্যন্ত তাঁকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন ব্যাঙ্কশাল আদালতের বিচারক।