Adani Group: দাম বেশি দেখিয়ে কয়লা এনেছিল আদানি? তদন্তের ফাইল ফের খুলতে পারে সরকার: Report

এবার বড় ধাক্কার মুখে পড়তে পারে আদানি গ্রুপ। এবার ভারতীয় তদন্তকারীরা সুপ্রিম কোর্টের কাছে আবেদন করতে পারে যাতে আদানির বিরুদ্ধে তদন্তকে ফের শুরু করা যায়। কয়লা আমদানির ক্ষেত্রে অতিরিক্ত মূল্য দেখানো হয়েছে এই ধরনের একটি অভিযোগ উঠেছিল আদানির বিরুদ্ধে। সেটা নিয়েই এবার তদন্ত হতে পারে। তদন্তকারীরা সুপ্রিম কোর্টের কাছ থেকে অনুমতি চাইতে পারে যাতে সিঙ্গাপুরে গিয়ে প্রয়োজনীয় তথ্য় তারা সংগ্রহ করতে পারে। খবর মিন্টের প্রতিবেদন অনুসারে।

সেই ২০১৬ সাল থেকে ডাইরেক্টরেট অফ রেভিনিউ ইনটেলিজেন্স আদানির সঙ্গে সিঙ্গাপুরের ঠিক কী ধরনের লেনদেন হয়েছিল সেই সংক্রান্ত তথ্য় জানার চেষ্টা করছে। তদন্তকারী সংস্থা মনে করছেন, ইন্দোনেশিয়া থেকে যে কয়লা আমদানি করা হয়েছিল সেগুলি সিঙ্গাপুরের ইউনিটে বেশি দামে দেখানো হয়েছিল। এরপর সেই বেশি দাম দেখানো কয়লা আবার ভারতে নিয়ে এসেছিল আদানি গ্রুপ। কিন্তু আসলে ওই কয়লার অত দাম নয়। তা বেশি করে দেখানো হয়েছিল।

তবে আদানি গ্রুপ অবশ্য এই অভিযোগ মানতে চায়নি। তাদের দাবি ভারতীয় কর্তৃপক্ষ বন্দর থেকে কয়লা ছাড়ার আগে সব কাগজপত্র দেখে নিয়েছিল। কোথাও কোনও গলদ ছিল না।

এদিকে সিঙ্গাপুর থেকে সেই সংক্রান্ত তথ্য় আনার ক্ষেত্রে নানা আইনি জটিলতা রয়েছে। রয়টার্সে সেই সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। সেখানে বলা হয়েছিল, রাজস্ব গোয়েন্দা দফতর সুপ্রিম কোর্টের কাছে অনুরোধ করে, নিম্ন আদালতের একটা রায় রয়েছে। সেকারণে সিঙ্গাপুর থেকে তথ্য় আনা যাচ্ছে না। সেই নির্দেশটা বাতিল করার জন্য় আবেদন করা হয়।

এদিকে আদানির গ্রুপের পক্ষ থেকে দাবি করা হয়, এজেন্সি নিয়ম মানছে না। এদিকে রয়টার্সের কাছে একটি বিবৃতিতে আদানি গ্রুপ জানায় তারা চার বছর আগের নথি দিয়েও তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করছেন। সেখানে কোনও আপত্তির ব্যাপার নেই। তবে ভারতের রাজস্ব গোয়েন্দা বিভাগ রয়টার্সের প্রশ্নের সরাসরি কোনও জবাব দেয়নি বলে খবর।