Ahmedabad airport to close airspace: আজ বেশ কিছুক্ষণের জন্য আকাশসীমা বন্ধ করবে আমদাবাদ বিমানবন্দর, জারি নির্দেশিকা

আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আজকে অনুষ্ঠিত হবে ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল। ভারত বনাম অস্ট্রেলিয়ার সেই ম্যাচের জন্য উত্তেজনায় ফুটছে গোটা দেশ। এদিকে একলাখি স্টেডিয়ামে ঢুকে ম্যাচ দেখতে বহু শহর থেকে হাজার হাজার মানুষ আজ গিয়ে পৌঁছেছেন আমদাবাদে। এরই মাঝে আজকে বেশ কিছুক্ষণের জন্য আকাশসীমা বন্ধ রাখার নির্দেশিকা জারি করল আমদাবাদ বিমানবন্দর। রিপোর্ট অনুযায়ী, আজকে দুপুর ১টা ২৫ মিনিট থেকে ২টো ১০ মিনিট পর্যন্ত বন্ধ থাকবে আমদাবাদের আকাশসীমা। আজকে বায়ুসেনা নরেন্দ্র মোদী স্টেডিয়ামের ওপর দিয়ে এয়ার শো করবে। এর জেরেই এই ৪৫ মিনিটের জন্য বন্ধ করা হয়েছে আমদাবাদের আকাশসীমা। (আরও পড়ুন: আজ ৭টি স্পেশাল ট্রেন ছুটবে এই রুটে, অত্যুৎসাহী যাত্রীদের দৌলতে পকেট ভড়ছে রেলের)

আরও পড়ুন: বিমানকে হার মানাল রেল! ট্রেনের ‘ফ্লেক্সি ভাড়া’ গিয়ে ঠেকল ১১ হাজারে…

এই আবহে যাত্রীদের হাতে বেশি সময় নিয়ে বিমানবন্দরে আসতে বলা হয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষের তরফ থেকে। এই নিয়ে এক বিবৃতি প্রকাশ করে সরদার বল্লভ ভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দরের তরফ থেকে বলা হয়েছে, ‘অনুগ্রহ করে ভ্রমণের প্রক্রিয়া সম্পন্ন করার জন্য অতিরিক্ত সময় হাতে নিয়ে আসবেন ১৯ নভেম্বর, দুপুর ১টা ২৫ মিনিট থেকে দুপুর ২টো ১০ মিনিট পর্যন্ত আকাশপথ বন্ধ থাকবে আমদাবাদে। এই কারণে আপনার ফ্লাইটের সময়সূচী আগেভাগে দেখে নিন। আপনার নিরাপত্তাকে অগ্রাধিকার দিতে চাই আমরা। আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ।’ উল্লেখ্য, এর আগে ১৭ নভেম্বরও এই ৪৫ মিনিটের জন্য বন্ধ ছিল আমদাবাদের আকাশসীমা। কারণ সেদিন এই সময়ে বায়ুসেনার তরফ থেকে এয়ার শো-এর অনুশীলন করা হচ্ছিল।

আরও পড়ুন: ‘ওয়েটিং’ বলে আর কিছু থাকবে না, ট্রেনে টিকিট কাটলেই তা হবে কনফার্ম: রিপোর্ট

এদিকে বিশ্বকাপ দেখতে হাজার হাজার মানুষ অন্য শহর থেকে আমদাবাদে এসে পৌঁছবেন আজকে। অনেক ধনকুবের, সেলিব্রিটিও আজ নিজস্ব বিমানে করে আমদাবাদে আসবেন। এই আবহে বিমানের পার্কিং সংক্রান্ত নির্দেশিকাও আগেভাগে জারি করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। ফাইনাল চলাকালীন বিমানের পার্কিংয়ের জন্য ১৫টি স্ট্যান্ড তৈরি আছে সেখানে। এদিকে যাত্রীদের চাহিদা অনুযায়ী, উড়ান সংস্থাগুলিও আমদাবাদগামী বিমানের সংখ্যা বাড়িয়েছে আজকের জন্য। এই আবহে উড়ান সংস্থাগুলির তরফ থেকেও সরদার বল্লভ ভাই প্যাটেল আন্তর্জাতিক বিমাবন্দরের কাছে অতিরিক্ত বিমান অবতরণের জন্য অনুমতি চাওয়া হয়েছে।