SSC Scam: মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে স্ত্রীকে চাকরি দিয়েছেন SSC-র পশ্চিমাঞ্চলের সভাপতি

শান্তিপ্রসাদ থেকে সুবীরেশ শিক্ষক নিয়োগ কেলেঙ্কারিতে জেলে গিয়েছেন দফতরের একের পর এক কর্তা। তবে ছোট মাথারাও যে চাকরি চুরিতে থেমে থাকেননি তা ফাঁস হয়ে গেল SSC-র স্বীকারোক্তিতেই। SSC-র পশ্চিমাঞ্চলের চেয়ারম্যান শেখ সিরাজউদ্দিন মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে স্ত্রীকে চাকরি দিয়েছে বলে আদালতে স্বীকার করেছে SSC. এমনটা হয়ে থাকলে যিনি করেছেন তিনি দায়ী বলে মন্তব্য করেছেন SSC-র বর্তমান চেয়াম্যান।

জানা গিয়েছে ২০১৯ সালে চাকরিতে যোগদান করেন সিরাজউদ্দিনের স্ত্রী জাসমিন খাতুন। অথচ যে প্যানেল তেকে তাঁকে নিয়োগ করা হয়েছে তার মেয়াদ শেষ হয়ে গিয়েছে ২০১৫ সালেই। আদালতে একথা স্বীকারও করে নিয়েছে SSC।

SSC-র চেয়াম্যান চিত্তরঞ্জন মণ্ডল বলেন, ‘মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে কাউকে চাকরি দিয়ে থাকলে যিনি দিয়েছেন তিনি দায়ী। এটা তো বাড়ি থেকে ডেকে এনে চাকরি দেওয়ার মতো ঘটনা।’

এই নিয়ে জাসমিনা বলেন, ২০১৯ সালে চাকরিতে যোগদান করেছি। কী ভাবে চাকরি পেয়েছে তা নিয়ে কিছু বলব না।

অবিলম্বে ওই শিক্ষিকাকে বরখাস্ত করে সেখানে যোগ্য প্রার্থীর নিয়োগের দাবি তুলেছেন আন্দোলনকারী চাকরিপ্রার্থীরা। তাদের অভিযোগ, হাতে নাতে প্রমাণ হয়ে গেল কী ভাবে দুর্নীতি হয়েছে।