Childhood Pneumonia Can Kill Children, Know The Vaccines Can Prevent From Infection Dr Agnimita Giri Explains

কলকাতা : নিউমোনিয়া ( pneumonia) । একেবারে শিশু কিংবা বয়স্ক মানুষদর জন্য নিউমোনিয়া কিন্তু এখনও বড় আতঙ্ক। সারা বিশ্বে ৫ বছরের কম বয়সী শিশুমৃত্যুর অন্যতম প্রধান কারণ নিউমোনিয়া।  আশার কথা একটাই এই অসুখ অনেকটাই ভ্যাকসিনের মাধ্যমে আটকানো যায়। Haemophilus influenzae type b, streptococcus pneumoniae -এই জীবাণুগুলি মূলত নিউমোনিয়ার কারণ, এগুলো কিন্তু ভ্যাকসিনে আটকানো যায়।  এছাড়া অ্যান্টি বায়োটিকের মাধ্যমে এর চিকিৎসাও সম্ভব। শিশুদের কীভাবে বাঁচাবেন নিউমোনিয়া থেকে ? আক্রান্ত হলেই বা কী করবেন ? বিস্তারিত আলোচনায় ডা. অগ্নিমিতা গিরি সরকার। 

নিউমোনিয়া ফুসফুসের প্রদাহ। এই প্রদাহ কিন্তু ব্যাকটেরিয়া, ভাইরাস বা ফাঙ্গাসের কারণে হতে পারে। ফুসফুসের ভিতরে শ্বাস নেওয়ার জন্য কিছু এয়ারস্যাক থাকে, তাতে পুঁজ জমে যেতে পারে। আর তাতে কাশি ও শ্বাসপ্রশ্বাসের কষ্ট তো বটেই, অবহেলায় আরও জটিল সমস্যা হতে পারে। 

নিউমোনিয়া হয়েছে কীভাবে বুঝবেন ? সর্দি কাশি দিয়েই এর সূত্রপাত। ছোট বাচ্চারা তো সর্দি তুলতে পারে না, তারা গিলে ফেলে। এছাড়া ঘন ঘন শ্বাস, হাঁফ ধরে যাওয়া, বুকে ব্যথা হওয়া, এর প্রধান লক্ষণ। নিউমোনিয়া হলে জ্বর তো হয়ই, তাপমাত্রা অনেকটাই বেড়ে যেতে পারে। তার সঙ্গে দিতে পারে কাঁপুনিও। 

কোন শিশুদের নিউমোনিয়া হওয়ার ঝুঁকি বেশি ? 

যেসব বাচ্চাদের কোনও সহ-অসুস্থতা রয়েছে, তাদের নিউমোনিয়া হওয়ার ঝুঁকি বেশি। সিওপিডি, সিস্টিক ফাইব্রোসিস, অ্য়াজ়মা আছে যাদের, তাদের আরও বেশি সতর্ক থাকতে হবে । 

কী কী ধরনের নিউমোনিয়া বাচ্চাদের মধ্যে বেশি 

বিভিন্ন ব্যাকটেরিয়া, ভাইরাস ও ফাঙ্গাসের জন্য নিউমোনিয়া হয়ে থাকে। এছাড়াও হাসপাতাল থেকে হসপিটাল অ্যাকোয়ারড নিউমোনিয়াও হতে পারে। 

নিউমোনিয়ার চিকিৎসা কী কী 

ঠিক সময় চিকিৎসা করতে পারলে নিউমোনিয়া কিন্তু সেরে যায়। ব্যাকটেরিয়াল নিউমোনিয়া সারাতে দরকার অ্যান্টিবায়োটিক ওষুধ। ভাইরাস ঘটিত নিউমোনিয়া সারাতে প্রয়োজন অ্যান্টিভাইরাল ওষুধ। ফাঙ্গাল নিউমোনিয়ার ক্ষেত্রে দরকার অ্যান্টিফাঙ্গাল। নিউমোনিয়া বাড়াবাড়ির স্তরে গিয়ে পৌঁছলে হাসপাতালে ভর্তি করা আবশ্যক। যেমন – 

  • ডিহাইড্রেশন হয়ে যাওয়া 
  • বারবার বমি হওয়া 
  • খেতে না পারা
  • শরীরের তাপমাত্রা অতিরিক্ত বেড়ে যাওয়া 
  • বাচ্চা নেতিয়ে পড়া
  • অসম্ভব শ্বাসকষ্ট, ইত্যাদি 

    এক্ষেত্রে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া প্রয়োজন। ইনভেসটিগেশনের মধ্যে করতে হয় রক্তপরীক্ষা ও বুকের এক্স-রে। নিউমোনিয়া আক্রান্ত কোনও শিশুর ক্ষেত্রে যদি বাড়িতে রেখেই চিকিৎসা সম্ভব বলে মনে করেন চিকিৎসক, তাহলে বাড়িতে সম্পূর্ণ বিশ্রামে রাখতে হবে শিশুটিকে। বারবার করে ফ্লুইড দিতে হবে। ডিহাইড্রেশন এড়াতে দিতে হবে ওআরএস। সেই সঙ্গে জ্বরের জন্য দিতে হবে প্যারাসিটামল। নিউমোনিয়ার জন্য দিতে হবে অ্যান্টিবায়োটিক। 

    তবে যে কোনও রোগের ক্ষেত্রেই একটা কথা বারবার বলা হয়। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিয়র। নিউমোনিয়া অনেক ক্ষেত্রে আটকানো যায় ভ্যাকসিনের মাধ্যমে। 

  • Haemophilus influenzae type b (Hib) Vaccine :  Haemophilus influenzae type b র আক্রমণ থেকে রক্ষা করে।  সবচেয়ে বেশি ৫ বছরের নিচের শিশুরা আক্রান্ত হয় এই ধরনের নিউমোনিয়ায়। এই ভ্যাকসিন দেওয়া হয় ৬, ১০, ১৪ সপ্তাহে ও তার সঙ্গে একটি বুস্টার ডোজ দেওয়া হয় ১৫ থেকে ১৮ মাসে। এ ছাড়াও meningitis, epiglottitis এর মতো অসুখও আটকাতে পারে এই ভ্যাকসিন।
  • Pneumococcal Conjugate Vaccine : ২ বছরের নিচে বয়সীদের এই ভ্যাকসিন দেওয়া হয়। ৬৫ র উপরে বয়স হলেও এই ভ্যাকসিন দেওয়া হয়। একদম ছোটদের ক্ষেত্রে ৬, ১০, ১৪ সপ্তাহে এই ভ্যাকসিন দেওয়া হয়। এছাড়া একটি বুস্টার ডোজ দেওয়া হয় ১৫ মাসে। কেউ এই সময় মিস করলে কী করা যেতে পারে, তা বলে দেবেন চিকিৎসক। কারণ বয়স অনুসারে ডোজ আলাদা। তবে ভ্যাকসিন কোন বয়সে, কতটা ডোজ দেওয়া হবে, তা চিকিৎসকের পরামর্শ নিতে হবে। Pneumococcal Conjugate Vaccine এছাড়াও দেওয়া যেতে পারে ২ থেকে ১৮ বছর বয়সে দেওয়া যেতে পারে কিছু ক্রনিক স্বাস্থ্য সমস্যা থাকলে। যেমন ক্রনিক হার্টের সমস্যা, ক্রনিক ফুসফুসের সমস্যা, ক্রনিক লিভারের সমস্যা থাকলে এই ভ্যাকসিন দেওয়া যেতে পারে। 
  • Pneumococcal Polysaccharide Vaccine (PPSV23) : এটা বড়দের ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে। 
  •  Influenza Vaccine : প্রথম বছরে ২টি ডোজ দেওয়া হয়। প্রথমে ৬ মাস ও ৭ মাস বয়সে একটা করে ডোজ দেওয়া হয়। তারপর প্রতি বছর একটা করে ফ্লু-শট দেওয়া হয়ে থাকে।  

    এই ভ্যাকসিনের ডোজগুলি ঠিকঠাক নেওয়া থাকলে, নিউমোনিয়া অনেকটাই আটকে দেওয়া যেতে পারে। দরকার সচেতনতা আর ঠিক সময়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া। 

    ডা. অগ্নিমিতা গিরি সরকার

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator