‘‌মেরে হাড়গোড় ভেঙে দেবো’‌, পুকুর ভরাট রুখতে গিয়ে মেজাজ হারালেন তৃণমূল বিধায়ক

এবার ভাল কাজ করতে গিয়ে খারাপ ব্যবহার করলেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক অসিত মজুমদার। আজ, সোমবার পুকুর ভরাটের অভিযোগ পেয়ে সেখানে ছুটে যান চুঁচুড়ার তৃণমূল বিধায়ক। সেখানে গিয়ে দেখেন অভিযোগ সঠিক। তখন খোঁজ করতে শুরু করেন এই পুকুর ভরাটের কাজ কে করছে?‌ পরিস্থিতি বেগতিক দেখে শ্রমিকরা পিছু হটতে শুরু করেন। আর জানান, তাঁরা কাজ করতে এসেছেন। কে এই কাজ করতে বলেছে?‌ সেটা তাঁরা জানেন না। তখন ফোন করে দলের কর্মীদের পুলিশে খবর দিতে নির্দেশ দেন। এই ঘটনা চলাকালীন এক ব্যক্তি বিধায়ককে শান্ত করতে আসেন। তখনই মেজাজ হারান চুঁচুড়ার তৃণমূল বিধায়ক।

এদিকে বিধায়কের চিৎকারে এলাকায় লোকজন জড়ো হয়ে যায়। পুকুর ভরাটের বিরুদ্ধে সকলেই সেটা বুঝিয়ে দেন। স্থানীয় বাসিন্দাদের সমর্থন পেতেই জ্বলে ওঠেন অসিত মজুমদার। ওই ব্যক্তি বিষয়টি বোঝাতে গেলে মেজাজ হারান তৃণমূল কংগ্রেস বিধায়ক। পুকুর ভরাট রুখতে গিয়ে মেজাজ হারালেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। তখন ওই ব্যক্তিকে মেরে হাড়গোড় ভেঙে দেওয়ার হুমকি দেন তৃণমূল কংগ্রেস বিধায়ক। এই ঘটনায় ব্যাপক আলোড়ন পড়ে গিয়েছে। বিধায়কের সঙ্গে তাঁর দলবলও ছিল। সবাই মিলে পুকুর ভরাট রুখে দেন।

অন্যদিকে ব্যান্ডেল কৈলাসনগরের এই ঘটনায় জমির মালিকপক্ষের একজনকে মেরে হাড়গোড় ভেঙে দেওয়ার হুমকি দিলেন চুঁচুড়ার তৃণমূল কংগ্রেস বিধায়ক অসিত মজুমদার। আসলে ওই ব্যক্তি মালিকের নাম বলতে চাইছিলেন না। বারবার জিজ্ঞাসা করলেও নানা অছিলায় নামটি এড়িয়ে যাচ্ছিলেন ওই ব্যক্তি। তখন রেগে গিয়ে এলাকার বিধায়ক অসিত মজুমদার বলেন, ‘‌কে করছে এই কাজ?‌ পুকুর ভরাট করে পরিবেশ ধ্বংস করার চক্রান্ত করা হচ্ছে। অবিলম্বে এই কাজ বন্ধ করতে হবে। তা না হলে মেরে হাড়গোড় ভেঙে দেবো। মানুষের ক্ষতি হয় এমন কোনও কাজ করা যাবে না। চুপিসারে পুকুর ভরাট করা হচ্ছে!‌’‌

আরও পড়ুন:‌ এসএসসি’‌র সমস্ত মামলা ছেড়ে দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, আপাতত শুনবেন না

এই ঘটনায় রীতিমতো ভিড়মি খেয়ে যান ওই ব্যক্তি। বিধায়কের চিৎকারে স্থানীয় বাসিন্দারা বাড়ির বাইরে বেরিয়ে আসেন। তারপরেই বিধায়কের ফোন পেয়ে ছুটে আসেন চুঁচুড়া থানার পুলিশ কর্মী–সহ ভূমি দফতরের আধিকারিকরা। সুব্রত দে নামে জমির মালিকের বক্তব্য, ‘‌পুকুর পাড়ে থাকা ওই জমির ভাঙা অংশ আমি ভরাট করছিলাম। পুকুর ভরাট করিনি।’‌ যদিও বিধায়কের নালিশে পুলিশ ওই মালিককে আটক করে থানায় নিয়ে যায়। বিধায়ক অসিত মজুমদার বলেন, ‘‌পুকুর পাইলিং করার কাজ হচ্ছিল। তা ভরাট করার চক্রান্ত করা হয়েছিল। অন্যায় কোন কাজ বরদাস্ত করা হবে না। সে আমাদের দলের কর্মী হোক বা অন্য যে কেউ। আইন আইনের পথে চলবে।’‌