World Television Day 2023: বিশ্ব টেলিভিশন দিবস! কেন পালন করা হয়? জেনে নিন এই দিনের ইতিহাস ও তাৎপর্য

টেলিভিশন আমাদের বাড়ির একটি অবিচ্ছেদ্য অঙ্গ। এটি সমস্ত বয়সের জন্য তথ্য, বিনোদন এবং ইনফোটেইনমেন্টের জন্য একটি ডিভাইস। শিশুদের জন্য কার্টুন  থেকে শুরু করে বয়স্কদের জন্য টিভি শো, সংবাদ এবং সিনেমা সব মিলিয়ে টেলিভিশন একটি পরিবারের কেন্দ্রবিন্দু, এবং এটি যুগ যুগ ধরে একই রকম ভাবেই গুরুত্বপূর্ণ সকলের কাছে।

প্রতিষ্ঠার পর থেকে টেলিভিশন অনেক উন্নয়ন এবং উদ্ভাবনের মধ্য দিয়ে গিয়েছে, তবে এটি বর্তমান যুগে এখনও প্রাসঙ্গিক। অনুষ্ঠানের ধরণ, দর্শকদের দেখার ধরণ এবং তথ্য উপস্থাপনা সমাজের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এর ক্ষেত্রেও বিশাল পরিবর্তন হয়েছে।

আরও পড়ুন: প্লাজমা দিতেই বয়স কমল বৃদ্ধের! ৭০ বছরেই মিলেছে ৪৫-এর দাপট, ঘটনায় তাজ্জব বিশ্ব

প্রতি বছর সারা বিশ্বে পালিত হয় বিশ্ব টেলিভিশন দিবস। প্রতি বছর ২১ নভেম্বর বিশ্ব টেলিভিশন দিবস পালন করা হয়। এ বছর বিশ্ব টেলিভিশন দিবস পালিত হচ্ছে মঙ্গলবার।

১৯২৭ সালে প্রথম বৈদ্যুতিক টেলিভিশন তৈরি করেন ফিলো টেইলর ফার্নসওয়ার্থ নামের একজন আমেরিকান উদ্ভাবক। ১৯৯৬ সালে জাতিসংঘ সাধারণ পরিষদ (ইউএনজিএ) প্রতি বছর ২১ নভেম্বরকে বিশ্ব টেলিভিশন দিবস হিসেবে পালন করা হবে বলে ঘোষণা করা হয়।

আরও পড়ুন: কষ্ট না করেই রোগা হতে চান? শীতের এই সবজির রস কমাবে ওজন, গায়েব হবে ভুঁড়ি

১৯৯৬ সালের ২১ ও ২২ নভেম্বর জাতিসংঘ প্রথমবারের মতো বিশ্ব টেলিভিশন ফোরামের আয়োজন করে। এই দিনে, লোকেরা আমাদের জীবনে টেলিভিশনের গুরুত্ব নিয়ে আলোচনা করার জন্য একত্রিত হয়।

বিশ্ব টেলিভিশন দিবসে, লোকেরা টেলিভিশনের গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে আলোচনা করে। দর্শকদের টেলিভিশন দেখার প্রভাব এবং উপকারিতা সম্পর্কেও সচেতন করা হয় – এমন একটি ডিভাইস যা বিশ্বকে আরও কাছাকাছি নিয়ে এসেছে ।