বাণিজ্য সম্মেলন থেকে তড়িঘড়ি ছুটলেন মুখ্যমন্ত্রী, কেন গেলেন অভিষেকের দুয়ারে?

আগামীকাল, বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে সভা আছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেখানে থাকার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও। কিন্তু তিনি কি থাকতে পারবেন?‌ এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে রাজ্য–রাজনীতিতে। কারণ আবার চোখের সমস্যায় দেখা দিয়েছে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বলে সূত্রের খবর। তবে অভিষেকের অসুস্থতা নিয়ে এখনও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। তবে বুধবার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন শেষ করেই অভিষেককে দেখতে তাঁর হাজরার বাড়িতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের দৈনিক মুখপত্রের সান্ধ্য সংস্করণে এই খবর আছে।

এদিকে কয়েক বছর ধরে চোখের সমস্যায় ভুগছেন ডায়মন্ডহারবারের সাংসদ। তৃণমূল সূত্রে খবর, অভিষেকের চোখ দিয়ে আবার রক্ত বের হচ্ছে। আর তাই তৃণমূল সাংসদকে তাঁর হরিশ মুখার্জি রোডের বাড়িতে দেখতে যান তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অতিরিক্ত সময় কনট্যাক্ট লেন্স পরে থাকায় অভিষেকের চোখে রক্ত জমাট বেঁধেছে বলে তৃণমূল সূত্রে খবর। তাঁর এখন বিশ্রামের প্রয়োজন বলে চিকিৎসকরা জানিয়েছেন। এই নিয়ে দলের কর্মী–সমর্থকরা চিন্তায পড়েছেন। চোখের চিকিৎসা ২০২২ সালে আমেরিকার একটি হাসপাতালে করা হয়। অভিষেকের চোখে অস্ত্রোপচার করা হয়। কিছুদিন আগে দুবাইতেও গিয়েছিলেন চোখের সমস্যা নিয়ে।

অন্যদিকে বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের ব্লক স্তর থেকে শুরু করে রাজ্য স্তরের নেতাদের নিয়ে বৈঠক রয়েছে। যা ডেকেছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে অভিষেক থাকতে পারবেন কি না সেটা নিয়ে সংশয় তৈরি হয়েছে। এখনও এই বিষয়ে তৃণমূল কংগ্রেস কিছু জানায়নি। পঞ্চায়েত নির্বাচনের পর সস্ত্রীক বিদেশে পাড়ি দেন অভিষেক। সেখানের হাসপাতালে চিকিসার জন্য গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেখানে চিকিৎসকের সঙ্গে অভিষেকের বসে থাকার একটি ছবি সামনে এসেছিল। গত ২০ অগস্ট আমেরিকা থেকে চোখের চিকিৎসা করিয়ে বঙ্গে ফেরেন অভিষেক।

আরও পড়ুন:‌ বিদেশের শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে ১৩টি মউ, স্কুলে ভর্তিতে সংরক্ষণ চালু করছে রাজ্য

আর কী জানা যাচ্ছে?‌ ২০১৬ সালে মুর্শিদাবাদ থেকে সভা করে ফেরার পথে বড় পথ দুর্ঘটনার মুখে পড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়। দুর্গাপুর এক্সপ্রেসওয়ে উপর একটি ম্যাটাডোরের সঙ্গে অভিষেকের গাড়ির সংঘর্ষ হয়। তখনই তৃণমূল কংগ্রেস নেতা মানস ভুঁইয়ার গাড়িতে করে তৃণমূল কংগ্রেস সাংসদকে কলকাতায় নিয়ে আসা হয়। আর বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাঁ চোখে গুরুতর আঘাত লেগেছিল। তখন থেকে একাধিকবার তাঁর বাঁ চোখে অস্ত্রোপচার হয়।