IPL 2024: Devdutt Padikkal And Avesh Khan Change Franchise Through Trading

নয়াদিল্লি: সদ্যই ৫০ ওভারের বিশ্বকাপের আসর শেষ হয়েছে। আইপিএল (IPL 2024) শুরু হতে এখনও বেশ খানিকটা সময় বাকি রয়েছে। তবে ইতিমধ্যেই ফ্রাঞ্চাইজিগুলি আসন্ন মরশুমের জন্য নিজেদের প্রস্তুতি শুরু করে দিয়েছে। আইপিএলের ট্রেডিং উইন্ডো খোলা রয়েছে। আর এই ট্রেডিং প্রক্রিয়ার মাধ্যমেই লখনউ সুপার জায়ান্টস থেকে রাজস্থান রয়্যালসে যোগ দিলেন আবেশ খান (Avesh Khan)। অপরদিকে, রাজস্থান থেকে নবাবদের ফ্রাঞ্চাইজিতে এলেন দেবদত্ত পাডিক্কাল (Devdutt Padikkal)।  

আবেশ ৪৭টি আইপিএল ম্যাচে ৫৫টি উইকেট নিয়েছেন। লখনউয়ের হয়ে ২২টি ম্যাচ খেলেছেন তিনি ২৬টি উইকেট নিয়েছেন। অপরদিকে, পাডিক্কাল ৫৭টি আইপিএল ম্যাচ খেলে ১৫২১ রান করেছেন। তাঁর ঝুলিতে একটি শতরান ও নয়টি অর্ধশতরান রয়েছে। তিনি ২০২২ সালেই রাজস্থান রয়্যালসে যোগ দেন। সেই ফ্রাঞ্চাইজির হয়ে ২৮ ম্যাচে ৬৩৭ রান করেছেন দেবদত্ত। দুই তারকাই নিজেদের বর্তমান মূল্যেই নতুন দলে যোগ দিচ্ছেন।

 

গত মরশুমে লখনউ সুপার জায়ান্টসের অঙ্গ ছিলেন গৌতম গম্ভীরও। তিনি দলের মেন্টরের দায়িত্বে ছিলেন। তবে নতুন মরশুমে তাঁরও দলবদল ঘটল। অবশ্য নতুন কোনও ফ্র্যাঞ্চাইজি নয়, গম্ভীর ফিরলেন কলকাতা নাইট রাইডার্সে। যে ফ্র্যাঞ্চাইজিকে অধিনায়ক হিসাবে জোড়া খেতাব জিতিয়েছিলেন তিনি।

ইতিমধ্যেই গম্ভীর ট্যুইট করে জানিয়েছেন, ‘আমি ফিরে এসেছি। আমি ক্ষুদার্থ।  আমি কেকেআর-কে ভালবাসি।’ গম্ভীর আরও জানিয়েছেন, আমি মোটেই আবেগপ্রবণ ব্যক্তি নই। কোনও কিছুই আমায় সহজে আবেগতাড়িত করে না। তবে এই বিষয়টা ভিন্ন। যেখানে সবটা শুরু হয়েছিল, সেই জায়গাতেই আবার ফিরছি।’ পুরোনো শিবিরে পা রাখতেই যে হৃদয়ের একুল ওকুল প্লাবিত হয়েছে, তা বলাইবাহুল্য গৌতম গম্ভীরের বার্তায় বোঝা যাচ্ছে। সোনালি-বেগুনী রঙের জার্সি পরে কার্যতই যে তিনি সুখী, তা প্রকাশ পেয়েছে। গম্ভীর আরও বলেছেন, ‘আমি শুধুই কেকেআরে ফিরিনি’, এ শহরের রূপ-রস-গন্ধও নিতেও তিনি ফিরে এসেছেন বলে জানিয়েছেন গৌতম গম্ভীর।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y

আরও পড়ুন: ভারতের হয়ে আর টি-টোয়েন্টি ক্রিকেট খেলবেন না রোহিত শর্মা?