Water Problem: পাইপে ফাটল, মধ্য়মগ্রাম, বারাসত, নিউ ব্যারাকপুরে জল সরবরাহে সমস্যা

মধ্যমগ্রাম, বারাসত, ব্যারাকপুরের বিস্তীর্ণ এলাকায় এবার পানীয় জলের ভয়াবহ সংকট। সরবরাহের পাইপ ফেটে যাওয়ার জেরেই এই পরিস্থিতি। মঙ্গলবার রাত পর্যন্ত পরিস্থিতির সেভাবে উন্নতি হয়নি বলে খবর। বুধবারও মেরামতির কাজ চলছে। কিন্তু বাসিন্দাদের প্রশ্ন কবে সমস্য়ার স্থায়ী সমাধান হবে?

গত প্রায় ৫৫ ঘণ্টা ধরে বারাসত, মধ্য়মগ্রাম, নিউ ব্যারাকপুরের বিস্তীর্ণ অংশে পানীয় জলের সরবরাহের ক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছে। তবে জল সরবরাহের পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার ব্যাপারে আশ্বাস মিলেছে। রাতভর কাজ করে পরিস্থতি মোকাবিলার সবরকম চেষ্টা করা হয়েছে। 

পানীয় জল সরবরাহ করা হয় যে লাইন দিয়ে সেখানে বড় ফাটল দেখা দিয়েছে তার জেরে এই পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে বুধবার বিভিন্ন এলাকায় পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হতে শুরু করেছে। অনেকেই গত কয়েকদিন ধরেই কেনা জল খাচ্ছেন। বহু জায়গায় পুরসভা ট্যাঙ্ক পাঠিয়ে পরিস্থিতি মোকাবিলা করার চেষ্টা করছে। কিছু জায়গায় বাসিন্দাদের মধ্য়ে অসন্তোষ দানা বেঁধেছে। তবে স্থানীয় কাউন্সিলর বিষয়টি বোঝানোর চেষ্টা করছেন।

সমস্যাটা ঠিক কোথায় হয়েছিল? 

সূত্রের খবর, গঙ্গার অপরিশোধিত জল টিটাগড় থেকে পাইপলাইনের মাধ্য়মে মধ্যমগ্রাম পুরসভা এলাকায় থাকা পানিহার জল পরিশোধন কেন্দ্রে যায়। সেখান থেকে জল পরিশ্রুত করে তা বিভিন্ন জায়গায় পাঠানো হয়। তবে মূল সমস্যাটা হয়েছিব মুড়ালগাছা উড়ালপুল সংলগ্ন এলাকায়। সেখানেই পাইপলাইনে ফাটল দেখা দিয়েছিল। এর জেরে গঙ্গা থেকে যে জল আনা হয় তাতে সমস্যা দেখা দেয়। এরপরই শুরু হয় তৎপরতা। তবে কেন এই ফাটল দেখা দিয়েছে তা নিয়ে একাধিক মতামত রয়েছে।  

তবে বাসিন্দাদের দাবি, কিছু জায়গায় জল এসেছে। কিন্তু তা সরু ধারায় পড়ছে। কিছু জায়গায় আবার জল আগের মতো আসছে না। তবে বেলার দিকে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হতে শুরু করেছে। তবে পরিস্থিতি বেগতিক বুঝে বিভিন্ন এলাকায় জলের গাড়ি পাঠিয়েছিল পুরকর্তৃপক্ষ। সেই জলের গাড়ি থেকে জল সংগ্রহ করেছেন স্থানীয়রা। তবে অনেকেই কেনা জল খেয়েছেন। তবে বর্তমানে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।