এসএসকেএম হাসপাতালে পৌঁছলেন ইডির অফিসাররা, জ্যোতিপ্রিয়কে নিয়েই ভাবনা

রেশন দুর্নীতি কাণ্ডে ইডি গ্রেফতার করেছিল মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। কিন্তু ধরে রাখতে পারেনি। প্রথমে ইডির হেফাজত থেকে প্রেসিডেন্সি জেলে আসেন রাজ্যের বন মন্ত্রী। তারপর সেখান থেকে এখন এসএসকেএম হাসপাতাল। ক্রমাগত ইডির থেকে জ্যোতিপ্রিয়র দূরত্ব বাড়ানোয় চিন্তায় পড়েছেন ইডির অফিসাররা। তাই এসএসকেএম হাসপাতালে আজ পৌঁছে গেলেন ইডির তদন্তকারীরা। কারণ জ্যোতিপ্রিয় নাকি হার্টের বিভাগে চিকিৎসাধীন। তাঁর এই অসুখ আছে কিনা তা নিয়ে নানা গুঞ্জন তৈরি হলেও সেখানে হাজির হন তদন্তকারীরা। তাঁরাও আসলে জানতে চান জ্যোতিপ্রিয়র শরীর কেমন আছে?‌ ঠিক কী হয়েছে?‌

এদিকে আজ, বুধবার এসএসকেএম হাসপাতালের অ্যাডমিনিস্ট্রেটিভ ভবনে ঢুকে পড়েছেন ইডির অফিসাররা। সেখানে চিকিৎসক এবং হাসপাতালের আধিকারিকদের সঙ্গে তাঁরা কথা বলছেন। কারণ গতকাল, মঙ্গলবার হঠাৎ শারীরিক অসুস্থতা নিয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি হন রেশন দুর্নীতি কারণ্ডে গ্রেফতার হওয়া রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। সূত্রের খবর, একবার যদি প্রমাণ হয়ে যায় জ্যোতিপ্রিয় হৃদরোগে ভুগছেন তাহলে জামিন পেয়ে যাওয়া সহজ। তাই মন্ত্রীর শারীরিক অবস্থা জানার জন্যই হাসপাতালে এসেছেন ইডির দু’‌জন অফিসার। এখানে আবার নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়া সুজয়কৃষ্ণ ভদ্রও রয়েছেন। তাঁর শারীরিক অবস্থা জানতে চাইতে পারেন তদন্তকারীরা।

অন্যদিকে শারীরিক অসুস্থতার কারণে এস‌এসকেএমের কার্ডিওলজি বিভাগে ভর্তি আছেন জ্যোতিপ্রিয় মল্লিক। সেখানে মঙ্গলবার বিকেল থেকে আড়াই ঘণ্টা চিকিৎসকের পর্যবেক্ষণে থাকার পর রাতে কার্ডিওলজি বিভাগের পাঁচ নম্বর কেবিনে ভর্তি করা হয় জ্যোতিপ্রিয়কে। তবে কার্ডিয়োলজি বিভাগে ভর্তি হলেও নিউরো মেডিসিন এবং মেডিসিন বিভাগের নজর রয়েছে তাঁর উপর বলে সূত্রের খবর। এখন দেখার বিষয় হল এসএসকেএম হাসপাতাল জ্যোতিপ্রিয় মল্লিকের শারীরিক অবস্থা নিয়ে কেমন রিপোর্ট দেয়। সেই রিপোর্ট আদালতেও পৌঁছবে পরবর্তী শুনানির দিন।

আরও পড়ুন:‌ ফরাক্কায় অঙ্গনওয়াড়ির সামনেই বোমা বিস্ফোরণ, বল ভেবে খেলতে গিয়ে রক্তাক্ত তিন শিশু

এছাড়া গত ২২ অগস্ট কালীঘাটের কাকু ভর্তি হন এসএসকেএম হাসপাতালে। আবার জ্যোতিপ্রিয়ও মঙ্গলবার ভর্তি হন এসএসকেএম হাসপাতালে। বুকে ব্যথা নিয়ে বিকেলে এসএসকেএম আসেন রাজ্যের প্রাক্তন খাজ্যমন্ত্রী। তবে গ্রেফতার হ‌ওয়ার পর আদালতে পেশ করার সময় জ্যোতিপ্রিয় মল্লিকের শারীরিক অসুস্থতার কথা আদালতের কাছে জানান তাঁর আইনজীবী।‌ তখন‌ই এস‌এসকেএম হাসপাতালে জ্যোতিপ্রিয়র চিকিৎসায় আপত্তি জানিয়েছিল ইডি। এবার মন্ত্রী কেমন রয়েছেন?‌ সেটা জানতেই আজ সকালেই ইডি পৌঁছল হাসপাতালে।