Brazil ‘could Face A Points Deduction In World Cup Qualifying Or Be Forced To Play In An Empty Stadium’ With FIFA ‘set To Open Investigation’ Into Chaos At The Maracana

রিও দে জেনেইরো: আর্জেন্তিনার বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বের ম্যাচে গ্যালারিতে হাঙ্গামার জের পড়তে চলেছে ব্রাজিলের (BRA vs ARG) ফুটবলে। লিওনেল মেসিদের (Lionel Messi) ম্যাচে গ্যালারিতে আর্জেন্তিনার সমর্থকদের ওপর হামলা চালানোর অভিযোগ ব্রাজিল ফ্যানদের বিরুদ্ধে। সেই সঙ্গে কাঠগড়ায় ব্রাজিল পুলিশও। বলা হচ্ছে, আর্জেন্তিনার সমর্থকদের ওপর লাঠিচার্জ করেছে ব্রাজিল পুলিশ। যার প্রতিবাদে দলবদল নিয়ে মাঠ ছাড়েন মেসি। ম্যাচ শুরু হয় দেরিতে। আর সেই অভিযোগের তদন্তে নামছে ফিফা। ব্রাজিল ফুটবল সংস্থাকে কড়া শাস্তিও দেওয়া হতে পারে বলে খবর। আর্থিক জরিমানা, পয়েন্ট কেটে নেওয়ার পাশাপাশি কিছু ম্যাচ দর্শকশূন্য স্টেডিয়ামেও খেলতে হতে পারে ব্রাজিলকে।

ঠিক কী হয়েছিল? ম্যাচ শুরু হওয়ার আগে যখন দু’দেশের ফুটবলাররা সারি দিয়ে দাঁড়িয়েছিলেন জাতীয় সঙ্গীত বাজার সময়, তখনই গ্যালারির একাংশে আর্জেন্টিনার সমর্থকদের আক্রমণ করে ব্রাজিলের জনতা। এমনকি, ব্রাজিলের স্থানীয় পুলিশও আর্জেন্টিনার সমর্থকদের উপরে লাঠি চালায়। এই ঘটনায় বেশ কয়েকজন আহতও হন। প্রতিবাদে দল নিয়ে বেরিয়ে যান মেসি। নির্ধারিত সময়ের প্রায় আধ ঘণ্টা পরে খেলা শুরু হয়। নিকোলাস ওতামেন্দির গোলে ১-০ জয়ের পরে সমাজমাধ্যমে ক্ষুব্ধ মেসি লেখেন, ‘‘মারাকানায় দারুণ জয় পেলাম। কিন্তু ব্রাজিলের মাটিতে আরও এক বার আর্জেন্টিনার সমর্থকদের নিগ্রহের ঘটনার জন্য এই ম্যাচটা আরও বেশি করে মনে থাকবে।’’

মুখোমুখি ব্রাজিল, আর্জেন্তিনা। ফুটছিল গ্যালারি। এই ম্যাচ ঘিরে উত্তাপ যে থাকবেই , সে তো বলাই বাহুল্য। কিন্তু সেটা যে এইরকম অপ্রীতিকর জায়গায় পৌঁছবে, ভাবতে পারেননি কেউই।  মারাকানায়  ( Maracana Stadium )ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের ( FIFA World Cup qualifier match) (Brazil vs. Argentina in World Cup qualifier )আগে ঘটে গেল ধুন্ধমার কাণ্ড। আর তার জেরে মাঠ ছাড়লেন লিওনেল মেসি (Lionel Messi)। 

ভারতীয় সময় অনুসারে বৃহস্পতিবার সকাল ৬ টা শুরু হওয়ার কথা ছিল ম্যাচ। কিন্তু বিশ্ব ফুটবলের দুই চির প্রতিদ্বন্দ্বী দলের সমর্থকদের মধ্যে গণ্ডগোলের জেরে ম্যাচ পিছিয়ে যায় ৩০ মিনিট। ঝামেলাটা দুই দেশের সমর্থকদের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং আগুনে ঘি ঢালার মতো কাজ করে পুলিশি হস্তক্ষেপ। অশান্তি চরম আকার নেয়।            

আরও পড়ুন: সূ্র্য, ঈশানের অর্ধশতরান, রিঙ্কুর ব্যাটে শেষ বলে নাটকীয় জয় ভারতের

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।