King Charles III: মৃত নাগরিকদের থেকেও ইনকাম করেছেন রাজা তৃতীয় চার্লস, কীভাবে? বিস্ফোরক রিপোর্ট

প্রাপ্তি উপাধ্য়ায়

উত্তরপশ্চিম ইংল্যান্ডে নাগরিকদের মৃত্যুর পরে যে বেওয়ারিশ সম্পদ থাকত সেখান থেকেও লাভবান হয়েছিলেন রাজা তৃতীয় চার্লস। গার্জিয়ানের রিপোর্টে তেমনটাই উল্লেখ করা হয়েছে। যে সমস্ত ব্যক্তি কোনও উইল না করেই মারা যেতেন অথবা তাদের উত্তরাধিকার কেউ থাকতেন না তাদের আর্থিক সম্পদ লাভ করতেন রাজা তৃতীয় চার্লস।

তবে দাবি করা হচ্ছে এই সমস্ত আর্থিক সম্পদ দান করা হয়েছে। কিন্তু সম্প্রতি এনিয়ে কিছু কিছু ফাঁস হয়ে গিয়েছে। আর তাতেই এবার বেরিয়ে আসছে অন্য গল্প। সেখানে ইঙ্গিত মিলছে এই সম্পদ রাজার সম্পত্তি বৃদ্ধিতে কাজে লাগানো হয়েছিল। গার্জিয়ানে একাধিক নথির কথা উল্লেখ করে বলা হয়েছে সেখানে উল্লেখ করা হয়েছে, মৃত ব্যক্তিদের বেওয়ারিশ সম্পত্তিকেই রাজার সম্পত্তিতে পরিণত করা হয়েছে। 

একটি নথির কোড নাম দেওয়া হয়েছে SA9। এই বিশেষ নথির মাধ্য়মে মৃত ব্যক্তির সম্পত্তি রাজার সম্পত্তিতে পরিণত করার ছাড়পত্র দেওয়া হয়েছে। তার মধ্য়ে গ্রামীণ বাড়ি, খামার, বাড়ি, পেট্রল পাম্প সহ নানা সম্পদ রয়েছে। 

এদিকে এই ঘটনা প্রকাশ্যে আসার পরেই সেই মৃতের বন্ধুবান্ধব, আত্মীয়দের মধ্য়ে অসন্তোষ দানা বেঁধেছে। তাদের দাবি এটা একেবারে অনৈতিক কাজ হয়েছে। এটা অত্যন্ত বেদনাদায়ক বলেও মন্তব্য করা হয়েছে। তবে গোটা ঘটনা নিয়ে নানা ইঙ্গিত দেওয়া হলেও বাকিংহাম প্যালেস এনিয়ে কোনও মন্তব্য করেনি। 

এদিকে গার্জিয়ান পত্রিকার অন্তর্তদন্ত অনুসারে নয়া ওই পলিসির কথা সামনে এসেছে। এই পলিসির মাধ্যমে অধিগৃহীত সম্পদ দিয়ে রাজ পরিবারের সম্পত্তির দেখভাল. উন্নতি করা যাবে বলে উল্লেখ করা যাবে। এই অর্থেই রাজ পরিবারের হেরিটেজ সম্পত্তির সংস্কার করা যাবে বলে উল্লেখ করা হয়েছিল। 

এদিকে সমালোচকদের দাবি, এভাবে অপরের সম্পত্তি ব্যবহার করার বিষয়টি অস্বীকার করা যায় না। এদিকে গোটা ঘটনাকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে।