‘PM Visiting Dressing Room Can Lift Spirits Of Players’ Says Former India Coach Ravi Shastri Get To Know

মুম্বই: তাঁর নিজের নামাঙ্কিত স্টেডিয়ামেই সেদিন এসেছিলেন ভারত-অস্ট্রেলিয়া (India vs Australia) বিশ্বকাপ ফাইনাল দেখতে। ভেবেছিলেন সবরমতীর তীরে তাঁর সামনেই হয়ত রোহিতরা বিশ্বকাপ হাতে তুলবেন। কিন্তু সে আশা ভঙ্গ হয়েছে। অস্ট্রেলিয়া ষষ্ঠবারের মত বিশ্বকাপ জিতে নিয়েছে ভারতকে হারিয়ে। আর পাঁচজন ক্রিকেটপ্রেমীর মত হৃদয় ভেঙেছে তাঁরও। কিন্তু তিনি তো দেশের প্রধানমন্ত্রী (Prime Minister)। তিনি তো সবার অভিভাবক। তাই তো প্যাট কামিন্সের হাতে বিশ্বকাপ ট্রফি তুলে দিয়ে শেষে চলে গেলেন ভারতীয় ড্রেসিংরুমে। আর সেখানে গিয়ে বিরাট, রোহিত, শামিকে বুকে টেনে নিলেন, অভিবাদন জানালেন, হাত মেলালেন। সব মিলে মন জয় করে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন কোচ ও দেশের অন্যতম জনপ্রিয় ক্রিকেট উপস্থাপক রবি শাস্ত্রী মনে করেন যে দেশের প্রধানমন্ত্রীর যেভাবে ভারতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছেন, তাঁদের পাশে দাঁড়িয়েছেন বিশ্বকাপ ফাইনালে হারের পর, তা কিছুটা উদ্বুদ্ধ করবে ছেলেদের। এক সাক্ষাৎকারে শাস্ত্রী বলেন, ”