Bangla Jokes collection: উইকেন্ড তো শুরু হয়ে গিয়েছে, এবার মজাই মজা! পড়ে নিন দিনের সেরা ৫ জোকস

১। এক কমিউনিটি সেন্টারে ১০০ জনের খাওয়ার আয়োজন করা হয়েছে। কিন্তু খাবার দিতে গিয়ে দেখা গেল প্রায় ২০০ লোক। তখন অনুষ্ঠানের আয়োজক গিয়ে জিজ্ঞেস করলেন, ‘আপনাদের মধ্যে বরপক্ষ কারা?’ এ কথা শুনে ৩০-৪০ জন দাঁড়ালো।

এরপর তিনি জিজ্ঞেস করলেন, ‘কন্যাপক্ষ কারা?’ এটা শোনার পর আরও ৪০-৫০ জন দাঁড়িয়ে গেল। 

এবার তিনি হাসিমুখে তাঁদের বললেন, ‘দয়া করে আপনারা বার হয়ে যান। এটা আমার ছোট ভাইয়ের জন্মদিনের অনুষ্ঠান।’

(আরও পড়ুন: সপ্তাহ প্রায় শেষের মুখে! আজ মন থাকুক একদম ফুরফুরে, পড়ে নিন দিনের সেরা ৫ জোকস)

২। শিক্ষক: মনে কর, সমুদ্রের মাঝখানে ১টি আপেল গাছ আছে। সেখান থেকে আপেল ছিঁড়ে আনবে কীভাবে?

ছাত্র: স্যর, পাখি হয়ে উড়ে যাব। তারপর ছিঁড়ে নিয়ে চলে আসব।

শিক্ষক: জলজ্যান্ত একটা মানুষকে পাখিকে বানাবে শুনি?

ছাত্র: স্যর! সমুদ্রের মাঝখানে আপেল চাষ কে করবে শুনি?

(আরও পড়ুন: মেঘলা দিনে বইছে শীতের হাওয়া, তার মধ্যে মন থাকুক ফুরফুরে! পড়ুন দিনের সেরা ৫ জোকস)

৩। ছেলের মুখ গোমড়া। তার মধ্যে দাঁড়িয়ে ভাত খাচ্ছে। মা অত্যন্ত অবাক হয়ে গেলেন।

মা: কী রে, এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাত খাচ্ছিস কেন? কী হয়েছে?

ছেলে: এখন থেকে এভাবেই খাব! আর কখনও বসে ভাত খাব না। আমি ঠিক করে নিয়েছি।

মা: সে আবার কী কথা! কেন এমন করছিস?

ছেলে: আর কত অপমান সহ্য করব বলো তো?

মা: কীসের অপমান?

ছেলে: বাবা রোজই বলে, ‘এত বড় ছেলে, এখনও বসে বসে খাস!’ শুনে শুনে আমার মন ভেঙে গিয়েছে।

(আরও পড়ুন: এবার বেশ শীত পড়ছে, আজ সকাল সকাল মেজাজ ভালো করুন হেসে নিয়ে! পড়ুন সেরা ৫ জোকস)

৪। পল্টু ছোট বটে, কিন্তু সে খুবই চালাক ছেলে। সে গিয়েছে  মাছের বাজারে।  

বিক্রেতা: এই নাও, তোমাকে ওজনে একটু কম দিলাম। তুমি তো বাচ্চা মানুষ। এই ব্যাগটা তাহলে বাড়িতে নিয়ে যেতে সুবিধা হবে।

পল্টু: এই নিন টাকা।

বিক্রেতা: এ কী, মাছের দাম তো একশ টাকা, দশ টাকা দিলে কেন?

পল্টু: টাকা একটু কম দিলাম। তাতে আপনার গুনতে সুবিধা হবে!

(আরও পড়ুন: মনখারাপকে জানান গুডবাই! পড়ে নিন দিনের সেরা ৫ জোকস, আর হাসুন প্রাণভরে)

৫। ছেলের জ্যাকেট চেক করল বাবা! জ্যাকেটের পকেট থেকে সিগারেট, ক্যাটরিনার ছবি ও অনেকগুলি মেয়ের নম্বর পাওয়া গেল! এসব পেয়ে রেগে গিয়ে ছেলেকে মারতে মারতে বলল-

বাবা: বেয়াদব, ফাজিল, কবে থেকে এসব করছিস?

ছেলে: আমি তো আজ তোমার জ্যাকেটটাই পরেছি!