Mid Meal Scam: কেন্দ্রীয় অর্থ তছরুপে CBI তদন্তে রাজ্যের অনুমতি দরকার নেই: সুভাষ সরকার

রাজ্যে মিড ডে মিল দুর্নীতিতে শুক্রবার সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। তার পরই এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূলের দাবি, রাজ্য সিবিআই তদন্তে জেনারেল কনসেন্ট প্রত্যাহার করে নেওয়ায় সিবিআই তদন্তের অধিকার নেই সিবিআইয়ের। পালটা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের দাবি, কেন্দ্রের টাকা নয়ছয় হলে সিবিআই তদন্তে রাজ্যের অনুমতি লাগে না।

বাঁকুড়ার সাংসদ সুভাষবাবু বলেন, ‘এরা এর আগে গরিবের মুখের গ্রাস চুরি করে ধরা পড়েছে। এবার তাদের বিরুদ্ধে শিশুদের খাবার চুরির অভিযোগ উঠেছে। কেন্দ্রের পিএম পোষণ প্রকল্পের টাকা নয় ছয় হয়েছে। কেন্দ্রীয় প্রকল্পের টাকা নয় ছয় করেছে রাজ্য। বিষয়টি রাজ্যের আইনশৃঙ্খলার সঙ্গে যুক্ত নয়। তাই এই দুর্নীতির করতে সিবিআইয়ের কোনও সমস্যা হবে। মিড ডে মিল দুর্নীতির সিবিআই তদন্ত হবেই। দোষীরা জেলে যাবে।’

শুক্রবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানান, মিড ডে মিল প্রকল্পে দুর্নীতির তদন্তভার সিবিআইকে দিয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। ২০২১ সালে কেন্দ্রের কাছে মিড ডে মিল প্রকল্পে দুর্নীতি নিয়ে অভিযোগ জানিয়েছিলেন তিনি। শুভেন্দুবাবুর অভিযোগ ছিল, বগটুই হত্যাকাণ্ডে নিহতদের পরিবারকে মিড ডে মিল প্রকল্পের টাকা থেকে ক্ষতিপূরণ দিয়েছে রাজ্য সরকার। সেই চেকের ছবিও প্রকাশ্যে আনে বিজেপি। এছাড়া হিঙ্গলগঞ্জে মুখ্যমন্ত্রীর সভার আয়োজন করা হয়েছে এই প্রকল্পের টাকায়।

বিজেপির অভিযোগ খণ্ডন করে তৃণমূলের তরফে জানানো হয়, মিড ডে মিলে কোনও দুর্নীতি হয়নি। উলটে প্রকল্পের টাকা বাঁচিয়েছে রাজ্য সরকার। তাছাড়া সিবিআই তদন্তে জেনারেল কনসেন্ট প্রত্যাহার করেছে রাজ্য সরকার। ফলে কেন্দ্রীয় সরকার সিবিআই তদন্তের নির্দেশ দিলেও রাজ্য সরকার অনুমতি না দেওয়া পর্যন্ত তা কার্যকর হবে না।