Election Commission: বনগাঁর তৃণমূল নেত্রীর বিতর্কিত মন্তব্য নিয়ে রিপোর্ট তলব নির্বাচন কমিশনের

বাংলাদেশিদের ভোটার করা নিয়ে তৃণমূল নেত্রী মন্তব্যে ইতিমধ্যে বিজেপি সমালোচনার ঝড় তুলেছে। শনিবার গেরুয়া শিবিরের একটি প্রতিনিধি দল রাজ্য নির্বাচন কমিশনে গিয়ে স্মারকলিপি জমা দেয়। এর পরই কমিশনের পক্ষ থেকে এই নিয়ে রিপোর্ট তলব করা হয়েছে।

কোন প্রেক্ষিতের তৃণমূল নেত্রী এই মন্তব্য করছেন? কেন ভারতে আসা বাংলাদেশিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে? তা নিয়ে বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে।

প্রসঙ্গত, তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের জন্মদিন উপলক্ষ্যে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন বনগাঁর কুমড়া পঞ্চায়েতের প্রাক্তন সভানেত্রী তথা এলাকার তৃণমূল নেত্রী রত্না বিশ্বাস। তিনি দলীয় কর্মীদের সামনেই বলে বসেন বাংলাদেশ থেকে যাঁরা এসেছেন তাঁদের ভোটার তালিকায় নাম তুলতে।

তৃণমূল নেত্রী বলেন, ‘জাকিরদার নির্বাচনী এলাকায় অনেক বাংলাদেশি লোক এসে বসবাস করেন। জাকিরদার বাংলাদেশের লিঙ্ক ভাল রয়েছে। তাই বাংলাদেশ থেকে যাঁরা এসে এখানে বসবাস করেন তাঁরা ভোটার তালিকায় নাম তুলতে গিয়ে কোনও সমস্যায় পড়লে জাকিরদার অফিসে এসে যোগাযোগ করতে। আমরা চাই না একটি ভোটও বাইরে পড়ুক।’ এখানে জাকির তৃণমূল নেতা।

নেত্রীর এই মন্তব্যের পর সরব হয় বিজেপি। তারা নাগরিকত্ব নিয়ে তৃণমূল খেলা করছে। ভুয়ো ভোটার বানানোর পাশাপাশি বাংলাদেশিদেরও ভোটার তালিকায় ঢোকান চেষ্টা করছে।

তৃণমূল নেত্রীর এই মন্তব্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ওই তৃণমূল নেত্রীর বিরুদ্ধে এনআইএ তদন্ত হওয়া উচিত।

পরে অবশ্য তৃণমূল নেত্রী বলেন, তিনি ১৯৫১ থেকে ৭১ সালের মধ্যে যাঁরা ভারতে এসেছেন তাঁদের কথা বলেছেন। যদিও এই যুক্তি মানতে নারাজ বিজেপি। তাঁরা শনিবার সকালেই কমিশনের দ্বারস্থ হয়।