নৌকার টিকিট পেলেন সাকিব-মাশরাফি, বাদ পড়লেন দুর্জয়

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বেশ কয়েকজন ক্রিকেটার, সংগঠক মনোনয়ন ফরম কিনেছিলেন। তাদের মধ্যে সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিলেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। তাকে নিরাশ করেননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাঁহাতি এই অলরাউন্ডারকে মাগুরা-১ আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রবিবার বিকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেন। 

আওয়ামী লীগের হয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে গত ১৮ নভেম্বর ঢাকা-১০ এবং মাগুরা-১ ও ২ আসন থেকে দলটির মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন সাকিব। শেষ পর্যন্ত জন্মস্থান মাগুরা থেকেই নৌকার টিকিট পেয়েছেন এই তারকা অলরাউন্ডার। তাতে বাদ পড়েছেন সাবেক ছাত্রলীগ নেতা সাইফুজ্জামান শিখর। এছাড়া নড়াইল-২ আসন থেকে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বর্তমান সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজাকে মনোনয়ন দিয়েছে দলটি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন তার কিশোরগঞ্জ-৬ আসন থেকেই মনোনয়ন পেয়েছেন। এর বাইরে বিসিবির সাবেক পরিচালক গাজী গোলাম দস্তগীর নারায়ণগঞ্জ-৬ আসন থেকে মনোনয়ন পেয়েছেন। বর্তমান পরিচালক ও উইমেন্স কমিটির চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল মৌলভীবাজার-৩ আসন থেকে মনোনয়ন পেয়েছেন। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

মানিকগঞ্জ-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পাননি বর্তমান এমপি নাইমুর রহমান দুর্জয়। তার ওপর এবার আস্থা রাখতে পারেনি আওয়ামী লীগ। মানিকগঞ্জ-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মো. আব্দুস সালাম।  

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক পেতে ৩০০ আসনের বিপরীতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন মোট তিন হাজার ৩৬৯ জন। প্রতি আসনে গড়ে ১১ জন ফরম কিনেছেন।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে প্রার্থীদের নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ৩০ নভেম্বর।