IPL 2024 Retention List Get To Know List Of Players Retained And Realesed By Kolkata Knight Riders Know Complete Team Fiinal List

কলকাতা: আইপিএলে (IPL 2024) নতুন মরসুমের আগে মোট ১২ জন প্লেয়ারকে ছেড়ে দিল কেকেআর(Kolkata Knight Riders) । তাঁদের মধ্যে রয়েছেন- শাকিব আল হাসান, লিটন দাস, ডেভিড উইজি, আর্য দেশাই, নারায়ণ জগদীশান, কুলওন্ত খেজরিওয়ালিয়া, শার্দুল ঠাকুর, লকি ফার্গুসন, উমেশ যাদব, টিম সাউদি, জনসন চার্লস। কেকেআর শিবির ধরে রাখল যাঁদের তাঁদের নাম দেখে নেওয়া যাক – নীতিশ রানা, শ্রেয়স আইয়ার, রিঙ্কু সিংহ, রহমনউল্লাহ গুরবাজ, সুনীল নারাইন, জেসন রয়, সুয়াশ শর্মা, অনুকূল রয়, আন্দ্রে রাসেল, ভেঙ্কটেশ আইয়ার, হর্ষিত রানা, বৈভব আরোরা, বরুণ চক্রবর্তী।

রবিবারই শেষ দিন ছিল প্রতিটি দলের কাছে যে তারা কোন কোন ক্রিকেটারকে ছেড়ে দিতে চায়, তা জানানোর। কেকেআর শিবিরের সবচেয়ে বড় নাম ছেড়ে দেওয়া প্লেয়ারদের তালিকায় শাকিব ও লিটনও। বাংলাদেশের অধিনায়ক গত মরসুমে খেলেননি। লিটন একটি মাত্র ম্যাচ খেলেছিলেন। এবার রয় পুরো মরসুমেই খেলতে পারবেন। তাই গুরবাজের সঙ্গে ওপেনিংয়ে রয় থাকলে কেকেআরের ব্যাটিং লাইন আপ যে আরও শক্তিশালী হবে তা বলাই যায়। এছাড়াও শার্দুল ঠাকুরকেও ছেড়ে দিয়েছে কেকেআর। ফলে নিলামে তাঁরা অলরাউন্ডারের জন্য ঝাঁপাতে পারবে। তবে কেকেআর শিবিরের সবচেয়ে বড় চমক হতে পারে বোলিং ব্রিগেড। সাউদি, ফার্গুসন, উমেশের মত অভিজ্ঞ তারকাদের ছেড়ে দিয়েছে কেকেআর শিবির। গম্ভীর মেন্টর হয়ে আসার পর এই বিষয়টা কিন্তু বেশ উল্লেখযোগ্য। ক্রিকেটার থাকাকালিন গম্ভীর বারবার বলতেন যে বোলাররা ম্যাচ জেতান মূলত। তাই এবার মেন্টর হিসেবে নিলামের টেবিলে কোন কোন বোলারদের দলে নেয় তা দেখার। 

উল্লেখ্য, আসন্ন মরসুমের আগেই লখনউ সুপারজায়ান্টস থেকে কেকেআরে মেন্টর হিসেবে ফিরছেন গৌতম গম্ভীর। ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত নাইটদের জার্সি গায়ে আইপিএলের মঞ্চ মাতিয়েছেন গৌতম গম্ভীর। তাঁর অধীনে কেকেআর ২০১২ ও ২০১৪ সালে দুই দুইবার আইপিএল খেতাব জেতে। গম্ভীর বর্তমানে সুপার জায়ান্টসের গ্লোবাল মেন্টর। তবে ইতিমধ্যেই লখনউ কোচ বদলে ফেলেছে। অ্যান্ডি ফ্লাওয়ারের বদলে দায়িত্ব তুলে দেওয়া হয়েছে জাস্টিন ল্যাঙ্গারের হাতে। একাধিক রিপোর্ট অনুযায়ী গম্ভীর নাকি নিজেই লখনউয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চান। তাই ২০২৪ সালের আইপিএল মরশুমের আগে প্রাক্তন নাইট অধিনায়ককে ফের একবার কেকেআরের ডাগ আউটে দেখার সম্ভাবনা বাড়ছে। নীতীশ রানার পোস্টে জল্পনা বাড়লই বটে।