India Vs Australia 2nd T20I Live Streaming: When And Where To Watch

তিরুঅনন্তপুরম : পঞ্চাশের বিশ্বযুদ্ধের বদলা বিশের মেগামঞ্চে ? ভারতীয় ক্রিকেটপ্রেমীরা আপাতত খুঁজছেন যে প্রশ্নের উত্তর। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রবিবার পাঁচ ম্যাচের সিরিজের দ্বিতীয় খেলা ভারতের (India vs Australia T20 Series)। কেরলের তিরুঅনন্তপুরমের গ্রিনফিল্ড স্টেডিয়ামে। ভাইজ্যাগে আয়োজিত প্রথম টি ২০ ম্যাচে প্রথমবার দেশের অধিনায়ক হিসেবে দায়িত্ব দুরন্ত ইনিংসে জয় নিশ্চিত করেছিলেন সূর্যকুমার যাদব (Surya Kumar Yadav)। ছন্দে দেখা গিয়েছিল ঈশান কিষাণ, রিঙ্কু সিংহদেরও। 

সিরিজে এগিয়ে যাওয়ার লড়াইয়েও কি দুরন্ত মেজাজ ধরে রাখতে পারবেন ভারতীয় ক্রিকেটার, সেই প্রশ্নের উত্তরই খুঁজছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। এমনিতেই এখনও বিশ্বকাপ ফাইনালের ক্ষত দগদগে। গোটা ক্রিকেট বিশ্বযুদ্ধে দুরন্ত খেললেও ফাইনালের মঞ্চে অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছে ভারতকে। ষষ্ঠবার বিশ্বকাপ জেতা অজি দলের অধিকাংশ তারকা ক্রিকেটারই চলে গিয়েছেন দেশে। তবে বিশ্বকাপের ঠিক পরেই টি২০ সিরিজ যেন ভারতীয় ক্রিকেট দল ও ক্রিকেটপ্রেমীদের কাছে দুধের স্বাদ ঘোলে মেটানোর সুযোগ। যে কাজ সম্পূর্ণ হবে টি ২০ সিরিজ জিতলেই। যে পথে এগিয়ে যাওয়ার কাজটা করতেই মাঠে নামছে ভারতীয় দল। 

কোথায়-কখন ম্যাচ ?

তিরুঅনন্তপুরমে পুরো ম্যাচ হবে কি না, তা নিয়ে অবশ্য রয়েছে শঙ্কা। কারণ হতে পারে বৃষ্টি ব্যাঘাত। তবে ক্রিকেটভক্তরা চাইবেন যাতে ৪০ ওভারের পুরো খেলাই হয়। বদলার যুদ্ধে ভারতের যে গুরুত্বপূর্ণ ম্যাচ শুরু হবে সন্ধে ৭ টায়। যার জন্য টস হবে আধ ঘণ্টা আগে। ভারত-অস্ট্রেলিয়া টি২০ সিরিজের ম্যাচটি কোথায়, কীভাবে দেখতে পাবেন ক্রিকেটপ্রেমীারা ?

খেলা দেখবেন কোথায় ?

ভারত-অস্ট্রেলিয়া টি ২০ সিরিজ অনলাইনে দেখা যাবে জিও সিনেমা অ্যাপে (Jio Cinema App)। টসের সময় থেকেই দেখানে হবে সরাসরি সম্প্রচার। আর টিভিতে অফলাইনে খেলা দেখতে চাইলে নজর রাখতে হবে স্পোর্টস ১৮ চ্যানেলে। খেলার সরাসরি সম্প্রচার হবে কালার্স সিনেপ্লেক্স চ্যানেলেও।                                                         

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y

আরও পড়ুন- ঈশ্বরণের দুরন্ত ১৪১, বড় ব্যবধানে বঢোদরাকে হারিয়ে বিজয় হাজারেতে টানা দ্বিতীয় জয় বাংলার