Lalbazar: কোন থানায় কত লাঠি-বন্দুক, হিসাব রাখতে ওয়েবসাইট আনছে লালবাজার

ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দ্দার, জটিল পরিস্থিতিতে প্রায়শই এমন অবস্থায় পড়তে হয় পুলিশকে। অর্থাৎ যে এলাকায় অশান্তি হচ্ছে দেখা তার সংশ্লিষ্ট থানায় পর্যাপ্ত লাঠি, হেলমেট, বন্দুক, জ্যাকেট মজুত নেই। ফলে খালি হাতে পুলিশকর্মীদের অপেক্ষা করতে হয় লালবাজারের জন্য। অথচ খোঁজখবর করলে দেখা যাবে পাশের থানায় পর্যাপ্ত সরঞ্জাম মজুত রয়েছে। আবার লালাবজার থেকে লাঠি, জ্যাকেট, হেলমেট পাঠাতে গিয়ে যে সময় লাগে তা অনেক সময় পরিস্থিতি হাতের বাইরে চলে যায়।

এই সমস্যার সমাধানে লালবাজার একটি ওয়েবসাইট আনছে। ইনভেন্ট্রি ম্যানেজমেন্ট নামে এই ওয়েবসাইটের মাধ্যমে এক ক্লিকে জানা যাবে কোন থানায় কত সরঞ্জাম রয়েছে। ফলে অশান্ত পরিস্থিতিতে দ্রুত পুলিশকর্মীর হাতে প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়া সম্ভব হবে।

সংবাদ প্রতিদিনের প্রতিবেদন অনুযায়ী, থানার মালখানার সামগ্রী মজুতের হিসাব রাখার পাশাপাশি প্রতিটি থানা এবং ট্রাফিক গার্ডের অন্দরসজ্জা থেকে শুরু করে থানাগুলির কোথায়, কী কী সামগ্রী রয়েছে সেগুলি কবে এবং কত দামে কেনা হয়েছে সব তথ্য মিলবে এই ওয়েবসাইট থেকে।

(পড়তে পারেন। ‘বিচারপতি সৎ,সেটাই স্বাভাবিক,’ তকমা লাগানো ‘দুর্ভাগ্যজনক’: বিচারপতি দীপঙ্কর দত্ত) 

যুগ্ম নগরপাল (সংগঠন) সৈয়দ ওয়াকার রেজা জানিয়েছেন, প্রতিটি সামগ্রীর হিসাব রাখতে এই ওয়েবসাইট তৈরি করা হয়েছে। প্রতিটি জিনিসের আলাদা কোড নম্বর তৈরি হবে। সেই কোড নম্বর প্রিন্ট বার করে সংশ্লিষ্ট সামগ্রীর গায়ে লাগিয়ে দিতে হবে। এর ফলে কিছু কেনার আগে তালিকা থেকে দেখা নেওয়া যাবে তা আদৌ কেনার প্রয়োজন আছে কিনা। এর ফলে আর্থিক স্বচ্ছতা বজায় থাকবে।

জানা গিয়েছে, এর আগে এসএসডি ডিভিশনে প্রথম এই পদ্ধতি চালু হয়। এবার সবকটি ডিভিশনকে ইনভেন্ট্রি ম্যানেজমেন্টর আওতায় আনা হবে। আগামী ১০ ডিসেম্বরের মধ্যে তা করতে নির্দেশ দিয়েছেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল।