Shubman Gill To Lead Gujarat Titans In IPL 2024 After Hardik Pandya’s Move To Mumbai Indians: Sources

আমদাবাদ: আইপিএলে গুজরাত টাইটান্স (Gujrat Titans) ও মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) দল নিয়েই গত কয়েকদিন সবচেয়ে বেশি আগ্রহ দেখিয়েছিলেন ক্রিকেটপ্রেমীরা। আর তার নেপথ্যে ছিলেন হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)। প্রথমে খবর ছিল যে হার্দিক মুম্বইয়ে তাঁর পুরনো দলে ফিরছেন। আজ যদিও গুজরাত টাইটান্স যখন তাঁদের ক্রিকেটারদের তালিকা প্রকাশ করে তখন দেখা গেল যে হার্দিককে (Hardik Pandya) দলে রেখেছে তারা। কিন্তু রান বাড়তে বাড়তেই ফের গল্পে নতুন মোড়। সূত্রের খবর, হার্দিককে দলে ফেরাচ্ছে নীতা আম্বানির দল। তবে কোনও ক্রিকেটারের বদলে নয়। সরাসরি টাকার বিনিময়ে গুজরাত ফ্র্যাঞ্চাইজি থেকে হার্দিককে দলে নিয়ে নিয়েছে মুম্বই শিবির। বঢোদরা অলরাউন্ডার নাকি সরকারি সই সবুদও করে ফেলেছেন। নতুন মরসুমে রোহিত শর্মার নেতৃত্বে নিজের প্রথম আইপিএল দল মুম্বইয়ের হয়েই খেলবেন হার্দিক। অন্যদিকে, কানাঘুষো শোনা যাচ্ছে যে নতুন মরসুমের জন্য় গুজরাতের অধিনায়ক হচ্ছেন শুভমন গিল। প্রায় ৭২ ঘণ্টার নাটকে যেন যবনিকা পতন হল প্রায়। 

উল্লেখ্য, রবিবার বিকেল ৫টার মধ্যে রিটেনশন উইন্ডো বন্ধ হয়ে গিয়েছিল। এরপরই দেখা যায় যে গুজরাত হার্দিককে দলে রেখেছে অধিনায়ক হিসেবেই। কিন্তু তার কিছুক্ষণ পরেই সর্বভারতীয় এক ক্রিকেট ওয়েবসাইটে খবর দেখা যায় যে হার্দিক মুম্বইতেই যাচ্ছেন। সেখানে এক রিপোর্টে উল্লেখ করা হয় যে অজি অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে আরসিবিতে বিক্রি করে দিয়েছে মুম্বই। নিলামে গ্রিনকে নিতে গত মরসুমের আগে ১৭ কোটি ৫০ লক্ষ টাকা খরচ হয়েছিল মুম্বইয়ের। অন্য়দিকে হার্দিককে ছাড়তে গুজরাতের দাবি ছিল ১৫ কোটি টাকা। গ্রিনকে ছেড়ে দেওয়ায় সেই টাকা মুম্বইয়ের কাছে চলে আসায়, তা দিয়েই হার্দিককে দলে নিয়েছে রোহিত শর্মার ফ্র্যাঞ্চাইজি। 

শনিবার একটি ভিডিও প্রকাশ করেছে গুজরাত টাইটান্স (Gujrat Titans)। যেখানে দেখা যাচ্ছে, অনুশীলনের মাঝে টিম বন্ডিংয়ের কথা বলছেন শুভমন গিল। দল হিসেবে ভাল খেলতে পারলে ব্যক্তিগত খারাপ সময় কাটিয়ে ওঠা যায় বলেও যে ভিডিওতে বলতে শোনা গিয়েছে শুভমনকে। ভারতীয় ক্রিকেটের নেক্সট বিগ থিংগকে দু’বছর আগেই কলকাতা নাইট রাইডার্স শিবির থেকে তুলে নিয়ে গিয়েছিল আইপিএলের গুজরাত ফ্র্যাঞ্চাইজি। প্রথমবারেই চ্যাম্পিয়ন ও গতবার গুজরাতের ফাইনাল খেলার নেপথ্যে অন্যতম বড় ভূমিকা নিয়েছিলেন পাঞ্জাবের ব্যাটার। 

আন্তর্জাতিক ক্রিকেট থেকে টি ২০ সবেতেই অধিনায়কত্বের অভিজ্ঞতা রয়েছে নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনের। অপরদিকে, টি ২০-তে রশিদ খান বরাবরই উজ্জ্বল নাম। জল্পনায় তুলনামূলক কম ভাসলেও রয়েছে সদ্য সমাপ্ত বিশ্বকাপে সর্বাধিক উইকেট নেওয়া মহম্মদ শামির নামও। তবে প্রশ্নাতীতভাবে সম্ভাবনায় সবথেকে উজ্জ্বল নামটি শুভমনেরই।