Narendra Modi: বিদেশে গিয়ে বিয়ের অনুষ্ঠান, এটা কী খুব দরকার? মন কী বাতে মোদী

মন কী বাতে এবার নয়া প্রসঙ্গ তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত থেকে গিয়ে বিদেশের মাটি বিয়ের অনুষ্ঠানের আয়োজন করার কী দরকার তা নিয়েও প্রশ্ন তুললেন প্রধানমন্ত্রী। কার্যত কিছু বিত্তশালী পরিবার রয়েছে যারা বিয়ের অনুষ্ঠানটা বিদেশে করেন। এনিয়ে প্রশ্ন তুললেন খোদ প্রধানমন্ত্রী । 

তিনি বলেন, এখন বিয়ের মরশুম। ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলি বলছে, বিয়ের মরশুমে অন্তত ৫ লাখ কোটির ব্যবসা হয়। তবে বিয়ের কেনাকাটা করার জন্য ভারতে তৈরির জিনিসের উপর জোর দিন। আর হ্য়াঁ একটা বিষয় যখন বিয়ে নিয়ে উঠল তখন অনেকদিন ধরেই ভাবি…এখন কিছু পরিবারের মধ্য়ে একটা প্রবণতা রয়েছে যে তাঁরা বিদেশে গিয়ে বিয়ের অনুষ্ঠান করেন। এটার কী খুব প্রয়োজনীয়তা আছে? 

মোদী বলেন, যদি ভারতের মাটিতে বিয়ের অনুষ্ঠান হয় তবে ভারতের টাকা ভারতেই থাকে। যদি ভারতের বিয়ে ভারতেই হয় তবে সিস্টেমটা উন্নত হবে। সেই সঙ্গেই প্রধানমন্ত্রী ইউপিআই ও ডিজিটাল পেমেন্টের উপর জোর দেন। 

তিনি বলেন, গত কয়েক মাসে ভারতে ডিজিটাল পেমেন্ট বেড়েছে। আমি আপনাদের অনুরোধ করছি ইউপিআইতে পেমেন্ট করুন। তিনি বলেন, এবার হল দ্বিতীয় দেওয়ালি যেবার মানুষ ডিজিটাল পেমেন্টের উপর জোর দিলেন। তার মানে মানুষ এখন আরও বেশি করে ডিজিটাল পেমেন্টের উপর জোর দিচ্ছেন। 

ভোকাল ফর লোকাল বলে সরকারের যে নীতি রয়েছে তার উপর জোর দিলেন মোদী। এদিকে বর্তমানে বিত্তশালী মানুষদের মধ্য়ে একটা প্রবণতা রয়েছে বিদেশ গিয়ে বিয়ের অনুষ্ঠান আয়োজন করার। এটাই নাকি স্ট্যাটাস সিম্বল। একাধিক অভিনেতা, অভিনেত্রী, ব্যবসায়ী, শিল্পপতিরা ভারত থেকে বিদেশের বিভিন্ন জায়গায় গিয়ে বিলাসবহুল বিয়ের আয়োজন করেন। কিন্তু সেই বিয়েতে প্রচুর অর্থ ব্যয় হয়। কিন্তু দেশের অর্থনীতিতে সেই অর্থ যোগ হয় না। এসব নিয়ে বিশেষ অনুরোধ করলেন ভারতের প্রধানমন্ত্রী। 

প্রধানমন্ত্রী বলেন, এখন বিয়ের মরশুম। ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলি বলছে, বিয়ের মরশুমে অন্তত ৫ লাখ কোটির ব্যবসা হয়। তবে বিয়ের কেনাকাটা করার জন্য ভারতে তৈরির জিনিসের উপর জোর দিন। আর হ্য়াঁ একটা বিষয় যখন বিয়ে নিয়ে উঠল তখন অনেকদিন ধরেই ভাবি…এখন কিছু পরিবারের মধ্য়ে একটা প্রবণতা রয়েছে যে তাঁরা বিদেশে গিয়ে বিয়ের অনুষ্ঠান করেন। এটার কী খুব প্রয়োজনীয়তা আছে?