Justice Dipankar Dutta: ‘বিচারপতি সৎ,সেটাই স্বাভাবিক,’ তকমা লাগানো ‘দুর্ভাগ্যজনক’: বিচারপতি দীপঙ্কর দত্ত

বিচারপতি সৎ হবেন সেটা স্বাভাবিক, কিন্তু কোনও বিচারপতিকে সৎ বলে যেভাবে তকমা দেওয়া হচ্ছে তা ‘দুর্ভাগ্যজনক’। শনিবার কলকাতায় এক অনুষ্ঠানে এমনই মন্তব্য করেছেন বিচারপতি দীপঙ্কর দত্ত।

কলকাতার জাতীয় গ্রন্থাগারের ভাষা ভবনে শনিবার ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের একটি অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম, প্রাক্তন বিচারপতি এস পি তালুকদারের-সহ আরও অনেকে।

সেই অনুষ্ঠানেই বক্তব্য রাখতে গিয়ে বিচারপতি দত্ত বলেন,’অনেক সময় বিচারপতিদের সৎ তকমা দেওয়া হচ্ছে। এই ধরনের চিহ্নিতকরণ দুর্ভাগ্যজনক। বিচারপতি সৎ এবং নিরপেক্ষ হবেন এটাই তো স্বাভাবিক।’

চলতি সময়ে দেখা গিয়েছে নির্দিষ্ট কয়েকজন বিচারপতিকে নিয়ে সাধারণ মানুষের আবেগ। শহরের রাস্তা ব্যানারও টানানো হয়েছিল বিচারপতির ছবি দিয়ে। এই প্রবণতাকে সমালোচনা করেছেন বিচারপতি দত্ত।

এই প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে অবসরপ্রাপ্ত বিচারপতি এসপি তালুকদার বলেন, ‘আমাদের সময় বিচারপতিদের সততার প্রশ্ন উঠত। কিন্তু কিছু বিচারপতি আবার সততার দাম্ভিকতায় ভুগতেন।’

এদিন বিচারপতি বদলি প্রসঙ্গেও তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন দীপঙ্কর দত্ত। তিনি বলেন, ‘শাস্তি স্বরূপ কাউকে বদলি করা যায় না। কেউ পছন্দমতো জায়গায় বদলি নিতে পারেন না। বদলির ক্ষেত্রে গডফাদার প্রথা চালু রয়েছে। পশ্চিমবঙ্গেও তেমনটা রয়েছে।’

তাঁর বক্তব্যের মাঝেই প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম বলেন, এ রাজ্যে বদলির ক্ষেত্রে কিছু নিময়কানুন মানা হয়। বিচারপতি দত্ত তা মেনে নিয়ে প্রধান বিচারপতিকে বসতে অনুরোধ করেন।

নিম্ন আদালতে দীর্ঘদিন ঝুলে থাকা মামলার নিষ্পত্তির বিষয়েও বেশ কিছু পরামর্শ দেন বিচারপতি দত্ত।