Delhi Police: মোদীর সামনে বড় বিপদ! দিল্লি পুলিশকে ফোন মাতাল যুবকের, তারপর যা হল জানলে চমকে যাবেন

দিল্লি পুলিশ বৃহস্পতিবার রাতে করোলবাগ এলাকা থেকে এক ব্য়ক্তিকে গ্রেফতার করে। বয়স ৪৮ বছর। ওই ব্য়ক্তি পুলিশ কন্ট্রোল রুমে ফোন করে জানিয়েছিল প্রধানমন্ত্রীর জীবন বিপন্ন। সেই ফোন পেয়ে আর কোনও ঝুঁকি নেয়নি পুলিশ। নিউ দিল্লির ডেপুটি পুলিশ কমিশনার প্রণব তয়াল জানিয়েছেন, রাত ১০টা ২০ মিনিটে ফোন এসেছিল। সেই মতো পুলিশের টিম পাঠানো হয়েছিল। পরে গ্রেফতার করা হয় ওই ব্যক্তিকে। তার নাম হেমন্ত কুমার। করোলবাগের রায়গর পুরা এলাকায় তার বাড়ি। তাকে থানায় আনা হয়। এরপর দীর্ঘ জেরা করা হয় তাকে। 

ডিসিপি জানিয়েছেন, গত প্রায় বছর ছয়েক ধরে কাজকর্ম কিছু নেই ওই ব্যক্তির। মদ খাওয়ার অভ্যাস রয়েছে ওই ব্যক্তির। মনে হচ্ছে সেই মদের নেশাতেই তিনি ফোন করে বসেন। তবে ফোন পেয়েই পুলিশ ওই কলারকে চিহ্নিত করে ফেলে। পরে তাকে আটক করা হয়। 

এদিকে ২৬-১১-এর আগে স্বাভাবিকভাবেই অত্যন্ত সতর্ক ছিল পুলিশ। ওই দিনেই মুম্বইতে জঙ্গি হানা হয়েছিল। তার আগে ওই ফোন পেয়ে স্বাভাবিকভাবেই পুলিশ অত্যন্ত দ্রুততার সঙ্গে ব্যবস্থা নেয়। পুলিশ আর কোনও ঝুঁকি নেয়নি। দ্রুত তাকে আটক করে। 

ঠিক ১৫ বছর আগে ২০০৮ সালে ২৬/১১ মুম্বইতে ভয়াবহ জঙ্গিহানা। অন্তত ১৬৬জনের মৃত্যু হয়েছিল সেই জঙ্গিহানায়। পাকিস্তান থেকে সেদিন জঙ্গিরা ঢুকে পড়েছিল মহারাষ্ট্রের বিভিন্ন জায়গায়। অন্তত ১০জন জঙ্গি সেদিন ঢুকে পড়েছিল ভারতের মাটিতে।

তাজ হোটেল, ওবেরয় ট্রিডেন্ট, নরিমান হাউজকে টার্গেট করেছিল জঙ্গিরা। তবে সেদিনই গোটা বিশ্ব দেখেছিল ভারতের সুরক্ষা বাহিনী কতটা দক্ষ।