Kolkata: পোষ্য বিড়ালকে ধরতে গিয়ে ৮ তলা থেকে পড়ে মৃত্যু যুবতীর

পোষ্য বিড়ালকে বাঁচাতে গিয়ে আট তলা থেকে পড়ে মৃত্যু হল এক মহিলার। ঘটনা দক্ষিণ কলকাতার লেক অ্যাভিনিউর এক আবাসনের। সোমবার সকালে এই ঘটনায় শোকের ছায়া এলাকায়। বিড়ালপ্রেমের এমন পরিণতি মেনে নিতে পারছেন না কেউ।

আবাসনের প্রতিবেশীরা জানাচ্ছেন, নিহতের নাম অঞ্জনা দাস (৩৫)। স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের মামলা চলছে তাঁর। কয়েক বছর ধরে মায়ের সঙ্গে লেক অ্যাভিনিউর ওই আবাসনের অষ্টম তলের একটি ফ্ল্যাটে থাকছিলেন তিনি। মাস দুয়েক আগে একটি বিড়াল পুষতে শুরু করেন অঞ্জনাদেবী। সোমবার সকালে কোনও ভাবে বিড়ালটি আবাসনের ছাদে উঠে যায়। অঞ্জনা দেবী বিড়ালটিকে উদ্ধার করতে পিছন পিছন ছোটেন। তাঁকে দেখে কার্নিশে নেমে পড়ে বিড়ালটি। পোষ্যকে উদ্ধার করতে কার্নিশে নামার চেষ্টা করতেই পা পিছলে সজোরে নীচে পড়েন তিনি।

রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে এম আর বাঙুর হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

স্থানীয়রা জানিয়েছেন, পোষ্যদের খুব ভালোবাসতেন অঞ্জনা। তাদের প্রতি খুব যত্নশীল ছিলেন। কিন্তু সেই পোষ্যপ্রেম তাঁর মৃত্যুর কারণ হবে তা মেনে নিতে পারছেন না কেউ।

অভিজ্ঞরা জানাচ্ছেন, এই ধরণের পরিস্থিতিতে দমকলকে খবর দেওয়া যেতে পারে। কিন্তু প্রশিক্ষণ ও উপযুক্ত যন্ত্রপাতি না থাকলে নিজে ঝুঁকি নিয়ে পোষ্যকে উদ্ধার করতে যাওয়া যে কোনও সময় প্রাণঘাতী হতে পারে।