Sourav Ganguly Biopic: Is Ayushman Khurrana Is Going To Cast As Sourav Ganguly On Big Screen Know In Details

কলকাতা: জল্পনা চলছিল অনেকদিন ধরেই.. তবে এবার কি এই বিষয়ে প্রথমবার মুখ খুললেন অভিনেতা আয়ুষ্মান খুরানা (Ayushman Khurrana)। আর, তাতেই কি বাড়ল সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) বায়োপিকে তাঁর অভিনয় করার জল্পনা? ক্রিকেট সংক্রান্ত ছবি নিয়ে কথা বলে, আয়ুষ্মান কি ইঙ্গিত দিলেন যে, এমন এখটি ছবি যোগ হতে চলেছে তাঁর কেরিয়ারে?

সদ্য শেষ হয়েছে বিশ্বকাপ, আর খেলা দেখতে মাঠে পৌঁছে গিয়েছিলেন আয়ুষ্মান। চিরকালই তিনি ক্রিকেট ভালবাসেন, একাধিকবার এই নিয়ে সাক্ষাৎকারে কথাও বলেছেন তিনি। তবে এবার কি বাংলার কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় দেখা যাবে তাঁকে? এই জল্পনা চলছিল দীর্ঘদিন ধরেই। এবার ক্রিকেটের সিনেমা নিয়ে আয়ুষ্মান মুখ খোলায়, সেই আগুনে যেন ঘি পড়ল।

সম্প্রতি আয়ুষ্মান জানিয়েছেন, খুব শীঘ্রই তাঁর ক্রিকেট নিয়ে একটি ছবিতে কাজ করার ইচ্ছা রয়েছে। অভিনেতা বলছেন, ‘পর্দায় একজন ক্রিকেটারের ভূমিকায় অভিনয় করার ভীষণ ইচ্ছা রয়েছে আমার। আশা করছি খুব তাড়াতাড়ি সেটা সম্ভব হবে। আমি যতটুকু ক্রিকেট জানি, আশা করছি সেটার ঘষামাজা করে নিতে পারব এমন একটা সুযোগ পেলে।’ প্রসঙ্গত, এর আগে, চিত্রনাট্য চূড়ান্ত করতে মুম্বই গিয়েছিলেন সৌরভ, সেই খবরও প্রকাশ্যে এনেছিল এবিপি লাইভ। তবে কে সেই বায়োপিকে অভিনয় করবেন, তা নিয়ে এখনও মুখ খোলা হয়নি কোনো তরফেই।

শেষবার আয়ুষ্মানকে দেখা গিয়েছিল ‘ড্রিম গার্ল ২’ (Dream Girl 2) ছবিতে। সেখানে এক্কেবারে অন্য ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। অন্যদিকে প্রথমে জল্পনা শোনা গিয়েছিল, সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকে অভিনয় করতে পারেন ঋত্বিক রোশন (Hrithik Roshan)। তবে পরবর্তীতে ‘তু ঝুটি ম্যায় মক্কার’ (Tu Jhuthi Main Makkar) ছবির প্রচারে এসে ইডেন গার্ডেন্সে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ক্রিকেট খেলেছিলেন রণবীর কপূর (Ranbir Kapoor)। আর সেই খেলাই জল্পনা উস্কে দিয়েছিল রণবীরকে সৌরভের ভূমিকায় বড়পর্দায় দেখার। তবে এ নিয়ে কখনও মুখ খোলেননি কেউই। 

সৌরভ গঙ্গোপাধ্যায় এবিপি লাইভকে জানিয়েছিলেন ২০১৪-এর প্রথমেই শুরু হবে শ্যুটিং। আর তার মধ্যেই ক্রিকেটারের ভূমিকায় নিজেকে দেখার ইচ্ছাপ্রকাশ, ক্রিকেট নিয়ে ছবি এইসব নিয়ে আয়ুষ্মানের মুখ খোলায় আরও বাড়ল জল্পনা। তবে পর্দার সৌরভ গঙ্গোপাধ্যায় কে… সেই প্রশ্ন এখনও জিইয়ে রেখে দিলেন অভিনেতা, পরিচালক, প্রযোজক এমনকি খোদ সৌরভ গঙ্গোপাধ্যায়ও। 

আরও পড়ুন: Albert Kabo Saregamapa Winner: ‘সারেগামাপা’-তে সেরা, ‘স্বপ্ন সত্যি হল’, বলছেন পশ্চিমবঙ্গের অ্যালবার্ট