‘‌কথা শুরু হলে অনেক দূর যাবে’‌, দিলীপ ঘোষের গোপন তথ্য ফাঁস করলেন বাবুল

দিলীপ ঘোষ বনাম বাবুল সুপ্রিয়র লড়াই আগেও অনেকে দেখেছেন। এবার তা বেশ উচ্চপর্যায়ে পৌঁছে গেল। আজ, মঙ্গলবার বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। সেখানে তৃণমূল কংগ্রেসের সবাই চোর বলে সোচ্চার হয়ে ওঠেন। তখন এই বিষয়টি নিয়ে রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয় শুধু দিলীপ ঘোষের নাম তুলে পাল্টা ইঙ্গিত দেন। এমনকী মুখ খুললে যে আরও অনেক দূর বিষয়টি যাবে সেই হুঁশিয়ারিও দেন গায়ক–মন্ত্রী বাবুল সুপ্রিয়। আর তাতেই এবার সরগরম হয়ে ওঠে রাজ্য–রাজনীতি।

আজ, মঙ্গলবার বিধানসভার অধিবেশন শুরু হতেই হঠাৎ সেখানে পোস্টার নিয়ে হাজির হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে উপস্থিত হয়েই জ্যোতিপ্রিয় মল্লিক এবং পার্থ চট্টোপাধ্যায়ের ছবি তুলে বিধানসভায় ধুন্ধুমার পরিস্থিতি তৈরি করেন বিজেপি বিধায়করা। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা ‘চোর চোর’ স্লোগান তোলেন তাঁরা। আর এই ঘটনারই জবাব দিতে গিয়ে মন্ত্রী বাবুল সুপ্রিয় বলেন, ‘‌আমি এসব নিয়ে মুখ খুলতে চাই না। কথা শুরু হলে অনেক দূর যাবে।’‌ তবে আজকের এই ঘটনার পর শীতকালীন অধিবেশন থেকে সাসপেন্ড করা হয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে।

তবে বাবুল সুপ্রিয় বিধানসভাতে দাঁড়িয়েই সংবাদমাধ্যমের সামনে বিস্ফোরক মন্তব্য করেন। সেখানে বিজেপি সাংসদ দিলীপ ঘোষের কথা তুলে আনেন। আর মন্ত্রী বাবুল বলেন, ‘‌এই যে দিলীপ ঘোষ রোজ মর্নিংওয়াকে গিয়ে বড় বড় কথা বলেন। এক বছর ধরে কোন ব্যবসায়ীর বাড়িতে ছিলেন? কে তাঁকে ওই বাড়িটায় থাকতে দিয়েছিল? উনি যে হাতে ঘড়িটা পরেন, কোথা থেকে পেলেন ঘড়িটা? ওই ঘড়িটা পরার ওনার ক্ষমতা আছে? সোনার ইয়ে করা…কোথা থেকে এসব এসেছে?’‌ অর্থাৎ দিলীপ ঘোষের গোপন তথ্য ফাঁস করে দেন বাবুল। এই কথা এখন ছড়িয়ে পড়েছে। তাতে অস্বস্তি বেড়েছে বিজেপি নেতাদের।

আরও পড়ুন:‌ শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি পরিষদীয় দলের বিক্ষোভ, বিধানসভায় ধুন্ধুমার

আর কী বললেন বাবুল?‌ বাবুল সুপ্রিয় আগে বিজেপি সাংসদ তথা নরেন্দ্র মোদীর মন্ত্রিসভার সদস্য ছিলেন। তখন তাঁর কাছে অনেক অনুরোধ এসেছিল। বাবুল সুপ্রিয়র কথায়, ‘‌আমি যখন কেন্দ্রীয় মন্ত্রী ছিলাম তখন দিলীপ ঘোষ একের পর এক কয়লা মাফিয়াকে সাইন করেছিলেন। আমি তখন মাথা তুলে প্রতিবাদ করেছিলাম। আমি যদি গল্পগুলি বলে দিই না তাহলে সুপারহিট হয়ে যাবে। কারণ এগুলি গল্প হলেও সত্যি। কিন্তু আমি এগুলি করি না। আমাকে তৃণমূল থেকে কেউ এগুলি করতে বলেনি। দিলীপবাবু আমাকে সেদিন ব্যক্তি আক্রমণ করেছিলেন বলে আজ বললাম। মুখ খুললে কিন্তু খুব প্রবলেম হয়ে যাবে। আমি মুখ খুললে এখানে যাঁরা বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা পালাবার জায়গা পাবে না। চোরের মায়ের বড় গলা।’‌