বাড়ি ফেরার সময় বাঘের মুখোমুখি যুবক, প্রাণ বাঁচাতে সারারাত কাটালেন গাছে

খাঁচা বা চিড়িয়াখানায় নয়, একেবারে খোলা জায়গায় যুবকের সামনাসামনি চলে এল বাঘ। সে যেন সাক্ষাৎ যমদূত। সামনে বাঘ দেখে রীতিমতো হাড়হিম হয়ে গিয়েছিল যুবকের। বাঘটি তাকে হামলাও চালিয়েছিল। কোনওভাবে সেই হামলা থেকে রক্ষা পেয়ে পাশে থাকা গাছের উপর চড়ে জীবন বাঁচাল যুবক। শুধু তাই নয়, যুবক গাছে ওঠার পরেও বেশকিছুক্ষণ নিচে অপেক্ষা করছিল দক্ষিণ রায়। শেষে বাঘের হাত থেকে বাঁচতে সারারাত গাছের ওপরেই কাটালেন যুবক। এমনই ঘটনা ঘটল মধ্যপ্রদেশের উমারিয়া জেলার বান্ধবগড় টাইগার রিজার্ভের ধামোখার বাফার জোনের মধ্যে অবস্থিত মুদগুরি ঘাঘাদার গ্রামে।

আরও পড়ুন: সুন্দরবনে বাঘের হানায় মৃত্যু হলেই দিতে হবে ক্ষতিপূরণ, নির্দেশ হাইকোর্টের

জানা গিয়েছে, ওই যুবকের নাম কমলেশ সিং। তিনি ধাভদা কলোনির বাসিন্দা। জঙ্গলের মধ্যে দিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। তখন বাঘটি তাঁকে আক্রমণ করে। আসলে বাঘটি সেই সময় শিকারের জন্য বুনো শুয়োর তাড়াচ্ছিল। তবে বুনো শুয়োর ধরতে পারেনি বাঘ। তখন বাঘের চোখ পড়ে ওই ব্যক্তির ওপর। বেশকিছু বাঘটি তার দিকে তাকিয়ে ছিল। সেই অবস্থায় ভয়ে হাড়হিম হয়ে যায় যুবকের। কী করবেন বুঝে উঠতে পারছিলেন না। তখন বাঘটি যুবকের ওপর ঝাঁপিয়ে পড়ে। বাঘের থাবায় যুবকের শরীরে ক্ষত সৃষ্টি হয়। তবে কোনওভাবে বাঘের হাত থেকে নিজেকে বাঁচাতে সক্ষম হন ওই যুবক। এরপর তিনি প্রাণ বাঁচাতে পাশের একটি গাছে উঠে পড়েন। তারপরেও গাছের নিচে দীর্ঘক্ষণ অপেক্ষা করে বাঘটি। ক্রমেই রাতের অন্ধকার নেমে আসে। ফলে সেই অবস্থায় আর গাছ থেকে নেমে ফেরার সাহস পাননি।যুবক। ফলে তাকে পুরো রাত কাটাতে হয় গাছে।

ওই যুবক জানান, সারা রাত তিনি সাহায্যের জন্য চিৎকার করতে থাকেন। কিন্তু কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসেনি। তবে সকালে গ্রামবাসীরা তাকে খুঁজতে গেলে গাছের উপরে দেখতে পান। তারা তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান।সেখানেই তার চিকিৎসা চলছে।কীভাবে বাঘের হামলা থেকে তিনি বেঁচে ফিরেছেন সেই অভিজ্ঞতা কথা বর্ণনা করেন ওই যুবক। তিনি জানান, বাঘের হামলায় তার পা গুরুতরভাবে জখম হয়েছে।

প্রসঙ্গত, ওই এলাকাটি বাঘের বাফার জোনের মধ্যে অবস্থিত। ফলে সেখানে প্রায়ই বাঘ দেখা যায়। সেই কারণে বন বিভাগের তরফে সাধারণ মানুষকে সতর্ক করা হয়। বন বিভাগের তরফে জানানো হয়েছে, বান্ধবগড় টাইগার রিজার্ভের ধামোখার বাফার জোনের মধ্যে অবস্থিত ওই গ্রামটি। সেই কারণে সেখানে বাঘের দেখা পাওয়া যায়।