IND vs AUS: রোহিতের সঙ্গে যুগ্মভাবে শীর্ষে, তৃতীয় টি টোয়েন্টিতে সেঞ্চুরি হাঁকিয়েই রেকর্ড ম্যাক্সওয়েলের

<p><strong>গুয়াহাটি</strong>: বিশ্বকাপে আফগানদের স্বপ্নভঙ্গ করে অবিশ্বাস্য ইনিংস খেলেছিলেন। মঙ্গলবার ভারতের বিরুদ্ধে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে ফের জ্বলে উঠলেন তিনি ব্যাট হাতে। ৪৮ বলে অপরাজিত ১০৪ রানের বিধ্বংসী ইনিংং খেলে একাই টিম ইন্ডিয়াকে হারিয়ে দিলেন গ্লেন ম্যাক্সওয়েল। যার ব্যাটিং বিক্রমে ঢাকা পড়ে গেল রুতুরাজ গায়কোয়াডের প্রথম আন্তর্জাতিক শতরানও।&nbsp;</p>
<p>মঙ্গলবার গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে মাত্র ৪৭ বলে নিজের সতেরা পূরণ করেন ম্যাক্সওয়েল। &nbsp;দলকে জিতিয়ে যখন মার ছাড়ছেন তখন তার নামের পাশে জ্বলজ্বল করছে ৪৮ বলে অপরাজিত ১০৪ রানের ইনিংস। &nbsp;টি-টোয়েন্টি আন্তর্জাতিক অস্ট্রেলিয়া জার্সিতে দ্রুততম শত রানের নজির করেছিলেন এরোন ফিঞ্চ তিনি ৪৭ বল নিয়েছিলেন। চলতি সিরিজেই জস ইংলিশের ব্যাট থেকেও ৪৭ বলে শতরান এসেছিল। এবার ম্যাক্সওয়েলের ব্যাট থেকেও ৪৭ বলে শতরান এল &nbsp;টি-টোয়েন্টি ফর্ম্যাটে। &nbsp;তবে এই শত রানের সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বাধিক চারটি সেঞ্চুরির মালিক হয়ে গেলেন প্লেন ম্যাক্সওয়েল। তাঁর সঙ্গে একই সংখ্যক সেঞ্চুরি করে শীর্ষে রয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মাও। তাঁর ঝুলিতেও রয়েছে চারটি সেঞ্চুরি।&nbsp;</p>