Adani Group Share: আদানিদের শেয়ার লাফিয়ে বাড়ছে, একদিনেই ১ লাখ কোটি, হিন্ডেনবার্গ পর্ব অতীত

গৌতম আদানি। হিন্ডেনবার্গ রিপোর্টে নাম জড়িয়েছিল আদানি গ্রুপের। তারপর থেকে শেয়ারেও পতন ঘটতে থাকে। তবে এতদিনে আশার কথা আদানি গ্রুপে। আদানি এন্টারপ্রাইজ লিমিটেডের শেয়ার ১৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে খবর। সূত্রের খবর আদানিদের বিরুদ্ধে একটা মামলার তদন্তে সুপ্রিম কোর্টে কিছুটা স্বস্তি মিলেছে । শুক্রবার এনিয়ে রায় দেওয়ার পর থেকেই চাঙ্গা হতে শুরু করে আদানিদের শেয়ার।

২৪ জানুয়ারি হিন্ডেনবার্গের রিপোর্ট প্রকাশিত হয়েছিল । তারপর থেকেই আদানির শেয়ার ঝপাঝপ কমতে থাকে। তবে সেসব আজ অতীত। মঙ্গলবার ২৮ নভেম্বর আদানিদের শেয়ার হু হু করে চড়তে শুরু করেছে।

ক্য়াপিটাল মার্কেটের তথ্য় অনুসারে জানা গিয়েছে, মঙ্গলবার আদানি গ্রুপের স্টক প্রায় ১১.৩১ লাখ কোটি টাকা স্পর্শ করে। আগের সেশনে ১০.২৭ লাখ কোটি টাকা ছিল। মঙ্গলবার সেটাই একেবারে চড়চড় করে বেড়ে গেল। একটা সিঙ্গল সেশনেই সেটা ১.০৪ লাখ কোটি টাকা বেড়ে গেল।

আদানি-হিন্ডেনবার্গ বিষয় নিয়ে তদন্তের জন্য় একের পর এক আবেদন জমা পড়েছিল সুপ্রিম কোর্টে। সেই সঙ্গেই সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া বা সেবি সুপ্রিম কোর্টকে জানিয়ে দিয়েছিল আদানি গ্রুপের মধ্য়ে তদন্ত শেষ করতে তারা অতিরিক্ত সময় নেবে না। আর তারপরই আদানি গ্রুপের শেয়ার একেবারে হু হু করে বাড়তে থাকে।

আদানি এন্টারপ্রাইজের শেয়ার লাফিয়ে বাড়তে থাকে। সেটা প্রায় ৮.৬৬ শতাংশ বাড়তে থাকে। সবথেকে বেশি বৃদ্ধি পেয়েছে আদানি টোটাল গ্য়াসের শেয়ার। সেটা বেড়েছে প্রায় ২০ শতাংশ। আদানি পাওয়ারের শেয়ার বেড়েছে ১২.৩২ শতাংশ। আদানি গ্রিন এনার্জির শেয়ার বেড়েছে ১২.২৭ শতাংশ। আদানি উইলমারের শেয়ার বেড়েছে ৯.৯৬ শতাংশ ও আদানি পোর্টসের শেয়ার বেড়েছে ৫.২০ শতাংশ।

সব মিলিয়ে আদানিদের কোম্পানিতে একেবারে বিরাট খুশির হাওয়া। এদিকে আদানিদের অন্য় কোম্পানির মতোই এনডিটিভির শেয়ার বেড়েছে ১১.৭৩ শতাংশ, অম্বুজা সিমেন্টের শেয়ার বেড়েছে ৪.২২ শতাংশ ও এসিসির শেয়ার বেড়েছে ২.৬২ শতাংশ।