TMC women and youth organisation: ভোটের আগে মহিলা ও যুব সংগঠন ঢেলে সাজালো তৃণমূল

সামনে রয়েছে ২০২৪–এর লোকসভা ভোট। তার আগে জেলা সভাপতি পদে রদবদল করেছে তৃণমূল কংগ্রেস। আর এবার মহিলা এবং যুব সংগঠনের জেলা ও রাজ্য কমিটির পদে রদবদল করল শাসক দল। সোমবার রাতে তৃণমূলের তরফে যুব এবং মহিলা সংগঠনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। যার মধ্যে যুব সংগঠনের জেলা ও রাজ্য কমিটি ঘোষণা করা হয়েছে এবং মহিলা সংগঠনের জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। এদিন যাদের দায়িত্ব দেওয়া হয়েছে তাদের সকলকেই শুভেচ্ছা জানিয়েছে তৃণমূল কংগ্রেস।

আরও পড়ুন: তৈরি হয়ে গিয়েছে তালিকা, কয়েকদিনের মধ্যেই তৃণমূলে রদবদল জেলা সভাপতিদের

এদিন যে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে তারমধ্যে যুব সংগঠনেই বেশি রদবদল করা হয়েছে। যুব সংগঠনে জেলা সভাপতি পদে ১২ জনের রদবদল হয়েছে। এগুলি হল উত্তর দিনাজপুর, মুর্শিদাবাদের বহরমপুর ও জঙ্গিপুর, দক্ষিণ ২৪ পরগনা সদর ও গ্রামীণ, পশ্চিম মেদিনীপুর, আলিপুরদুয়ার, মালদহ পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং রানাঘাট জেলা তৃণমূলের যুব সংগঠনের সভাপতি রদবদল করা হয়েছে। অন্যদিকে, মহিলা সংগঠনে জেলা সভাপতি পদে মাত্র ৬ জনকে রদবদল করা হয়েছে। প্রসঙ্গত, হুগলি জেলার আরামবাগ সংগঠনের সভানেত্রী করা হয়েছে হরিপালের বিধায়ক তথা মন্ত্রী বেচারাম মান্নার স্ত্রী করবী মান্নাকে। তৃণমূলের তরফে জানানো হয়েছে, নতুন সভানেত্রীদের নিয়ে শীঘ্রই দলের সদর কার্যালয়ে বৈঠক করা হবে।  

বহরমপুর সংগঠনের সভাপতি করা হয়েছে আসিফ আহমেদ এবং সহ-সভাপতি হয়েছেন শোয়েব কবীরকে। প্রাক্তন সভাপতি রাকিবুল ইসলামকে রাজ্য যুব সংগঠনের সম্পাদক করা হয়েছে। একইভাবে মুর্শিদাবাদের জঙ্গিপুর সংগঠনেও রদবদল করা হয়েছে। এই সংগঠনের সভাপতি হয়েছেন কামাল হোসেনকে এবং সহ সভাপতি হয়েছেন আতিবুল হক। প্রাক্তন সভাপতি আহসান হাবিব পরভেজকে যুব সংগঠনের সাধারণ সম্পাদক করা হয়েছে। বীরভূমের তৃণমূলের যুব সংগঠনের জেলা সভাপতি করা হয়েছে রামপুরহাটের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং প্রাক্তন সভাপতি দেবব্রত সাহাকে রাজ্য কমিটির সম্পাদক করা হয়েছে। 

এছাড়া আলিপুরদুয়ারে যুব সভাপতি পদেও রদবদল হয়েছে। সেখানে বিশাল গুরুংকে সভাপতি করা হয়েছে এবং প্রাক্তন সভাপতি রাজকমল ভকতকে রাখা হয়েছে রাজ্য কমিটির সাধারণ সম্পাদক হিসেবে। পশ্চিম বর্ধমানের যুব সংগঠনের সভাপতি হয়েছেন পার্থ দেওয়াজি। অন্যদিকে, রাজ্য সম্পাদক করা হয়েছে প্রাক্তন সভাপতি কৌশিক মণ্ডলকে। যদিও কলকাতায় যুব তৃণমূলের সভাপতি পদেও রদবদল করা হয়নি। উল্লেখ্য, উত্তর কলকাতার সভাপতি পদে যুব সভাপতি রয়েছে কাউন্সিলর শান্তি রঞ্জন কুণ্ডু এবং দক্ষিণ কলকাতার যুব সংগঠনের সভাপতি পদে রয়েছেন সার্থক বন্দ্যোপাধ্যায়।