Uttarkashi Rescue Update: উত্তরকাশীর উদ্ধারে বিরাট আপডেট, কাজ কতটা এগিয়েছে? আটকে পড়া শ্রমিকরা কেমন আছেন?

উত্তরকাশীতে সুরঙ্গ বিপর্যয়ে ভেতরে আটকে পড়েছেন অন্তত ৪১ জন। এবার তাঁদের উদ্ধার করা নিয়ে আপডেট দিলেন, কাজ কতটা হয়েছে তা নিয়ে জানালেন লেফটেনান্ট জেনারেল( অবসরপ্রাপ্ত) সৈয়দ আতা হাসনায়েন।

এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় কুমার ভাল্লা, উত্তরাখণ্ডের মুখ্যসচিব এসএস সান্ধু, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব প্রমোদ কুমার মিশ্র ঘটনাস্থলে গিয়েছিলেন। তা নিয়ে লেফটেনান্ট জেনারেল( অবসরপ্রাপ্ত) সৈয়দ আতা হাসনায়েন জানিয়েছেন, তাঁরা অনুভূমিক ও লম্বালম্বি ড্রিলিং সাইটগুলি দেখেছেন। আন্তর্জাতিক বিশেষজ্ঞরাও ছিলেন। NHAI, Sutlej Jai Vidyut Nigam, TERI, BRO, GSI, ONGC সহ একাধিক এজেন্সি ছিল। এমনকী তাঁরা আটকে পড়া শ্রমিকদের সঙ্গেও কথা বলেছেন। তাঁদের জন্য সবরকম ব্যবস্থা করা হচ্ছে বলে তারা জানিয়েছেন।

তিনি জানিয়েছেন, উল্লম্বভাবে ড্রিল করা হচ্ছে। ১১০ মিটার ড্রিল করতে হবে। আপাতত ৩০-৩২ মিটার ড্রিল করা হয়েছে। অগার মেশিন অনুভূমিকভাবে ড্রিল করতে গিয়ে আটকে যায়। একবার ড্রিলিং শেষ হলে এয়ারলিফ্ট করে তাদের বের করে আনা হবে।

এদিকে অগার মেশিনের যে ব্লেড আটকে গিয়েছিল তা বের করে আনা হচ্ছে। আর্মির ইঞ্জিনিয়াররা, টেকনিশিয়ানরা নিজেরাই ড্রিলিং করছেন। এদিকে যেখানে ভার্টিকাল ড্রিলিং করা হচ্ছে সেখানে ৮ ইঞ্চির পাইপ দিয়ে মাটি পরীক্ষা করা হবে।

তিনি জানিয়েছেন, বিরাট মেশিন দিয়ে কাজ হচ্ছে। তবে কাজ শেষ হতে সময় লাগবে। বারকোটের দিকে এই ড্রিল করা হচ্ছে। ষষ্ঠবার বিস্ফোরণ হয়েছে সোমবারই। ১২ মিটার পরিষ্কার হয়ে গিয়েছে। তবে আবার যাতে ধস না নামে সেটাও দেখা হচ্ছে।

এদিকে আটকে পড়া শ্রমিকদের মানসিক অবস্থার পরীক্ষার জন্য রোবোটিকস বিশেষজ্ঞ বিশেষ টেকনোলজি ব্যবহার করছেন। ১০০ মিটার দূরত্ব থেকে ইন্টারনেট ব্যবস্থার মাধ্যমে সিস্টেমটা কার্যকরী করা হচ্ছে।

লেফটেনান্ট জেনারেল( অবসরপ্রাপ্ত) সৈয়দ আতা হাসনায়েন শ্রমিকদের শারীরিক বা মানসিক ক্ষতির কোনও কারণ নেই। তাঁদের জন্য অক্সিজেনের ব্যবস্থা রয়েছে। পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সাইকোলজিস্টরাও কথা বলেছেন।