Amit Shah meeting in Kolkata: ‘আমন্ত্রণ পাননি,’ শাহের সভায় গরহাজিরই থাকলেন অনুপম হাজরা

কলকাতায় অমিত শাহের মেগা সমাবেশে আমন্ত্রণ পাননি কেন্দ্রীয় কমিটির সদস্য বিজেপি নেতা অনুপম হাজরা। কয়েকদিন ধরে তিনি সমাজমাধ্যম এবং সংবাদমাধ্যমে ক্ষোভ জানিয়ে আসছিলেন। সমাবেশের দিন গরহাজারিই থাকলেন দলের সর্বভারতীয় সম্পাদক। 

এ নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে, অনুপম বলেন, ‘সভায় আমন্ত্রণই তো পাইনি। তাই যায়নি। এই তো বাড়িতে বসে টিভিতেই অমিত শাহজির বক্তব্য শুনছি। নিমন্ত্রণ বাড়িতে ডাক না পেলে তো গিয়ে খেতে বসা যায় না।’

তাঁকে আমন্ত্রণ না করা নিয়ে এদিন তিনি রাজ্য নেতৃত্বের প্রতিই ক্ষোভ প্রকাশ করেন। তিনি সংবাদমাধ্যমে বলেন, ‘এটা একটা প্রটোকল। এই রাজ্য থেকে আমি একমাত্র সর্বভারতীয় সম্পাদক।’ 

তবে এই প্রথম নয় অনেক আগে থেকেই তাঁর সঙ্গে এমনটা হচ্ছে বলে অভিযোগ অনুপমেক।  তিনি বলেন, ‘এই প্রথম নয়, ২০২০ সাল থেকেই কোনও বড় সমাবেশ বা বিজেপির কোনও সর্বভারতীয় নেতা রাজ্যে এলে কখনই ডাক পাই না। আগে বছর আড়াই ব্যাপারটা অন্য রকম ছিল। অসুস্থতার কারণে শয্যাশায়ী ছিলাম। তাই তখন হয়তো ডাকলেও যেতে পারতাম না। কিন্তু, এখন তো বিষয়টা অন্য। গত মাস ছয়েক ধরে তো আমি মাঠে ময়দানে নেমে কাজ করছি। তাতেও আমন্ত্রণ পাইনি।’

(পড়তে পারেন। TMCর সিন্ডিকেট মোদীজির পাঠানো টাকা মানুষের কাছে পৌঁছতে দেয় না, বঞ্চনা নিয়ে শাহ) 

(পড়তে পারেন। ‘‌কংগ্রেস আর মমতা রামমন্দির বন্ধ করে দিতে চেয়েছিল’‌, সরাসরি মেরুকরণের ইঙ্গিত শাহের)

না ডাকার কারণ নিয়েও রাজ্য নেতৃত্বে প্রতি বিস্ফোরক মন্তব্য করেন তিনি। তাঁর কথায় ‘অমিত শাহজির সভায় আমাকে না ডাকার কারণ তো একটাই, যাতে আমি ওঁর মুখোমুখি হয়ে হাটে হাঁড়ি না ভেঙে দিই। এদের সিন্ডিকেট ফাঁস হয়ে যেতে পারে যে কোনও সময়। এই ভয়েই আমাকে ডাকেনি।’ 

অনুপমের অভিযোগ, অন্য সময় তাঁকে শেষে দিকের আমন্ত্রণ জানানো হয়। এবার তাও হয়নি। বিজেপিরে সর্বভারতীয় সম্পাদকের কথায়, ‘এবার আমার কাছে একটা ফোনও আসেনি।’

তবে শাহের সভায় না গেলেও হাতগুটিয়ে বসে নেই অনুপম। তিনি বিষয়টি কেন্দ্রীয় নেতৃত্বকে জানিয়েছেন। সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং অমিত শাহের অফিসেও এই অভিযোগ পৌঁছে গিয়েছে বলে বিজেপি সূত্রে জানা দিয়েছে। 

আগেও বিভিন্ন সময় রাজ্য নেতৃত্বের সঙ্গে তাঁকে  বাকযুদ্ধে জড়াতে দেখা গিয়েছে। জেলা নেতাদের থেকে প্রাণনাশের আশঙ্কাও প্রকাশ করেছেন অনুপম হাজরা।