Football News: Kalinga Super Cup 2024 Date And Venue Announced, Know In Details

কলকাতা: চলতি মরশুমে সুপার কাপের (Super Cup) আসর বসবে জানুয়ারিতে, ওড়িশায়। যার নাম দেওয়া হয়েছে কলিঙ্গ সুপার কাপ। আগামী ৯ জানুয়ারি থেকে এই টুর্নামেন্ট শুরু হবে বলে বুধবার জানিয়েছে সর্বভারতীয় ফুটবল সংস্থা।   

গতবার ইন্ডিয়ান সুপার লিগের ১১টি দলই সুপার কাপে অংশ নিয়েছিল। সঙ্গে পাঁচটি আই লিগের ক্লাবও অংশ নেয় এই টুর্নামেন্টে। এ বারও আইএসএলের সবকটি ক্লাবকেই এই টুর্নামেন্টে খেলার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে ফেডারেশনের পক্ষ থেকে। আমন্ত্রণ জানানো হয়েছে আই লিগ ক্লাবগুলিকেও। 

চারটি গ্রুপে দলগুলিকে ভাগ করা হবে। প্রতি গ্রুপে থাকবে চারটি করে দল। গ্রুপ পর্বে একে অপরের বিরুদ্ধে একটি করে ম্যাচ খেলার পর প্রতি গ্রুপের সেরা ক্লাব উঠবে সেমিফাইনালে। দুটি সেমিফাইনালের পর ফাইনাল হবে ২৮ জানুয়ারি। 

আই লিগের দলগুলিকে বাছাই পর্বের গণ্ডি পেরিয়ে গ্রুপ পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে হবে। বাছাই পর্ব থেকে উঠে আসা আই লিগের চারটি সেরা দল গ্রুপ পর্বে অংশ নেবে। কলিঙ্গ সুপার কাপে চ্যাম্পিয়ন দল এএফসি এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ ২-এ প্রাথমিক পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে।               

গতবার সুপার কাপ হয়েছিল এ বছর এপ্রিলে কেরলের কোঝিকোড়ে ও মাঞ্জেরিতে। এ বার ওড়িশার দুটি জায়গায় সুপার কাপের ম্যাচগুলি আয়োজন করবে বলে জানিয়েছেন ফেডারেশন। গতবার কলকাতার দুই আইএসএল ক্লাব এই টুর্নামেন্টে অংশ নেয়। তৎকালীন এটিকে মোহনবাগান ও ইস্টবেঙ্গল এফসি ভিন্ন  গ্রুপে ছিল। কিন্তু কোনও দলই সেমিফাইনালে উঠতে পারেনি। 

 

সেমিফাইনালে বেঙ্গালুরু এফসি ২-০-য় হারায় জামশেদপুর এফসি-কে ও ওড়িশা এফসি ৩-১-এ হারায় নর্থ ইস্ট ইউনাইটেড এফসি-কে। ফাইনালে ওড়িশা এফসি ২-১-এ বেঙ্গালুরু এফসি-কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। এ বারের গ্রুপ বিন্যাস ও বিস্তারিত সূচি পরে ঘোষণা করবে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন।                          

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: বারুদের বিষগন্ধেও বিশ্বজয়ের বীজ! আফগানিস্তানের স্বপ্ন দেখা শুরু হয় এক ভারতীয়র হাত ধরেই