Amit Shah on Infiltration: অনুুপ্রবেশকারীদের প্রকাশ্যে ভোটার কার্ড বিলি করছেন মমতা, চুপ পুলিশ, অভিযোগ শাহের

রাজ্যে অনুপ্রবেশ সমস্যা নিয়ে ফের একবার উদ্বেগ প্রকাশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার দুপুরে ধর্মতলায় বিজেপির সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, রাজ্যে অনুপ্রবেশকারীদের প্রকাশ্যে ভোটার কার্ড বিলি হচ্ছে। কিন্তু পুলিশ চুপ করে রয়েছে।

শাহ বলেন, ‘রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশ রুখতে পারেননি। যে মমতা বন্দ্যোপাধ্যায় কখনও অনুপ্রবেশের অভিযোগ তুলে সংসদ চলতে দিতেন না সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজ প্রকাশ্যে অনুপ্রবেশকারীদের ভোটার কার্ড আর আধার কার্ড দিচ্ছেন’।

শাহের অভিযোগ, ‘অনুুপ্রবেশ শিখরে পৌঁছেছে বাংলা। অসমের জনতা ভাজপা সরকার বানিয়েছে। অসম সীমান্ত এখন পাখিও পার করতে পারে না। আর বাংলায় সোশ্যাল মিডিয়ায় কেউ বলছে, অনুপ্রবেশ করে এলে, আধার কার্ড, ভোটার কার্ড বানাতে গেলে ওমুখ নম্বরে ফোন করুন। বাংলার পুলিশ চুপ করে রয়েছে। আমাকে আপনারা বলুন, যে রাজ্যে এত অনুপ্রবেশ সমস্যা সেখানে কখনও উন্নয়ন হতে পারে? তাই মমতা বন্দ্যোপাধ্যায় CAA-র বিরোধিতা করছে’।

বলে রাখি, চলতি সপ্তাহেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক ভিডিয়োয় তৃণমূলের বারাসত সাংগঠনিক জেলার চেয়ারপার্সন রত্না বিশ্বাসকে বলতে শোনা যায়, ‘জাকিরদার নির্বাচনী এলাকায় অনেক বাংলাদেশি লোক বসবাস করেন। জাকিরদা লিংকটা ভালো করতে পারেন। যদি লিংকে কোনও সমস্যা হয়, বাংলাদেশ থেকে যারা এসেছেন তাদের ভোটার লিস্টে নাম তোলার কোনও সমস্যা হয়। জাকিরদা এই কাজটা ভালো করে দেবে। আপনারা সবাই এই অফিসে এসে যোগাযোগ করবেন। এই কাজটা অতি দ্রুত করবেন। কারণ আমরা চাই না একটা ভোটও বাইরে থাকুক। সবাই ভোটাধিকারের আওতায় আসুক। সবাই সক্রিয় হয়ে এই কাজটা করুক’। জাকির হোসেন হাবরা ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি।