BCCI Announces Extension Contracts For Head Coach Rahul Dravid And Support Staff For Team India Senior Men

মুম্বই: জল্পনা চলছিল বেশ কিছুদিন ধরেই। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে দিল বিসিসিআই (BCCI)। ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) কোচের পদ থাকছেন রাহুল দ্রাবিড়ই (Rahul Dravid)। এমনকী তাঁর সাপোর্ট স্টাফদেরও বদল হচ্ছে না। অর্থাৎ ব্যাটিং কোচ হিসেবে বিক্রম রাঠোর (Vikram Rathore), বোলিং কোচ হিসেবে পারস মাম্বরে ও ফিল্ডিং কোচ হিসেবে টি দিলীপই থাকছেন দলের সঙ্গে। ভারতীয় দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের পর দক্ষিণ আফ্রিকা সফরে উড়ে যাবে। সেখানে রোহিত, বিরাটদের দলের সঙ্গে যাবেন দ্রাবিড় ও তাঁর টিম। সূত্রের খবর, বিসিসিআই যে প্রস্তাব দ্রাবিড়কে দিয়েছিল ফের কোচের পদে বহাল থাকার জন্য, তা তিনি মেনে নিয়েছেন। 

উল্লেখ্য, ওয়ান ডে বিশ্বকাপের (ODI World Cup 2023) পরই কানাঘুষো শোনা যাচ্ছিল যে রাহুল দ্রাবিড় (Rahul Dravid) হয়ত আর ভারতীয় দলের (Indian Cricket Team) কোচের পদে থাকবেন না। এমনকী দ্রাবিড় নাকি নিজেও জানিয়েছিলেন যে তিনি আর কোচের পদে বহাল থাকতে চান না। তবে সূত্রের খবর, বিসিসিআইয়ের তরফে নাকি রাহুলকে (Rahul Dravid) পুণরায় চুক্তি পুণর্নবীকরণের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। শোনা যাচ্ছে বিশ্বকাপ ফাইনালে হারলেও দ্রাবিড়ের গত ২ বছরের কোচিং অভিজ্ঞতা ও দলে তাঁর উপস্থিতির যে ইতিবাচক ফল পাওয়া গিয়েছে, তাতে বোর্ড বেশ সন্তুষ্ট। তাই অন্ততপক্ষে টি-টােয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত দ্রাবিড়কেই কোচ হিসেবে চাইছে বোর্ড। জানা যাচ্ছে যে গত সপ্তাহেই নাকি রোহিত শর্মা ও অজিত আগরকরের মধ্যে বৈঠক হয়। এরপরই দ্রাবিড়কে কোচের পদে বহাল রাখার বিষয়ে চিন্তা ভাবনা করা হয় ও দ্য ওয়ালকে প্রস্তাব দেওয়া হয়। 

আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নতুন কোচ এনে দলের ভারসাম্য নষ্ট হোক কোনওভাবে এমনটা চায়নি বোর্ড। দ্রাবিড় যেহেতু ছেলেদের সঙ্গে এতগুলো দিন কাটিয়েছেন, ফলে তিনি প্রত্যেকের দুর্বলতা, ক্ষমতা সম্পর্কে ওয়াকিবহাল। তাই দ্রাবিড়ের ওপরই ভরসা রাখছে বিসিসিআই। রাহুল দ্রাবিড় বলছেন, ”গত ২টো বছর আমরা একসঙ্গে চেষ্টা করেছিলাম। ভালো-খারাপ থাকেই। তবে এই দুটো বছর টিম আমাকে ভীষণ সাহায্য করেছে। ড্রেসিংরুমে যে সংস্কৃতি তৈরি হয়েছে, তার জন্য গর্বিত। প্রতিভা আর স্কিলের মিশ্রণে টিম পারফর্ম করেছে। বোর্ডকে ধন্যবাদ আমার ওপর আস্থা রাখার জন্য। বিশ্বকাপের পরে আমরা আবার নতুন চ্যালেঞ্জ নিতে শুরু করেছি। সেই ধারা বজায় থাকবে।”