ICC T20 World Cup 2024: Namibia Qualify For 2024 T20 World Cup After Win Over Tanzania

উইন্ডহোক: আফ্রিকার প্রথম দল হিসাবে পরের বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) যোগ্যতা অর্জন করল নামিবিয়া (Namibia Cricket Team)। মঙ্গলবার উইন্ডহোকে তানজানিয়াকে ৫৮ রানে হারিয়ে দিয়েছেন ডেভিড উইজ়িরা। সেই উইজ়ি, যিনি গত আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন। এবার অবশ্য তাঁকে রিলিজ করে দিয়েছে শাহরুখ খান-জুহি চাওলার দল।

টানা পাঁচ ম্যাচ জিতেছে নামিবিয়া। সেই সঙ্গে ২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজ় ও আমেরিকার মাটিতে আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলাও নিশ্চিত করে ফেলল নামিবিয়া। এই নিয়ে টানা তিনবার টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে আফ্রিকার এই দেশ। ২০২১ সালে সংযুক্ত আরব আমিরশাহির মাটিতে আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে উঠেছিল নামিবিয়া। আয়ার্ল্যান্ড ও নেদারল্যান্ডসের মতো দলকে পিছনে ফেলে। তবে পরের বছর, ২০২২ সালে অস্ট্রেলিয়ার মাটিতে আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল নামিবিয়া।

 

মঙ্গলবার তানজানিয়ার বিরুদ্ধে নামিবিয়ার জয়ের নায়ক জে জে স্মিট। যিনি ২৫ বলে ঝোড়ো ৪০ রান করেন। পাঁচ ওভারের মধ্যে চার উইকেট হারালেও যে কারণে নামিবিয়ার রান ওঠার গতি কমেনি। তানজানিয়ার বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটে ১৫৭ রান তোলে নামিবিয়া। ২৫ বলে অপরাজিত ৪০ রান করেন স্মিট। তাছাড়াও ছোট কিন্তু গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন নিকোলাস ডেভিন, জেন গ্রিনরা। সেই রান তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটে ৯৯ রানের বেশি তুলতে পারেনি তানজানিয়া। গত রবিবার যে উইজ়িকে ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স, সেই তারকা ব্যাট হাতে রান পাননি। তবে নতুন বলে বোলিং ওপেন করে চার ওভারে ২১ রান দিয়ে এক উইকেট নেন উইজ়ি। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন স্মিট।

এখন ক্রিকেট বিশ্বের নজর আছে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ জায়গাটা কোন দল ছিনিয়ে নেবে, সেদিকে। ইতিমধ্যে বিশ্বকাপের ১৯টি দলই চূড়ান্ত হয়ে গিয়েছে। শেষ জায়গাটার জন্য লড়াইয়ে আছে জিম্বাবোয়ে, উগান্ডা, কিনিয়া এবং নাইজিরিয়া। উগান্ডা এবং কিনিয়া নিজেদের ম্যাচ জিতলে ভাল সুযোগ রয়েছে। নাইজিরিয়া ও জিম্বাবোয়েকে অন্যদের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে।

নিয়ম অনুযায়ী, ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ছাড়পত্র পেতে যোগ্যতা অর্জনকারী পর্বের প্রথম দুইয়ে শেষ করতে হতো। টানা পাঁচ ম্যাচ জিতে সেটা নিশ্চিত করে ফেলেছে নামিবিয়া।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: বারুদের বিষগন্ধেও বিশ্বজয়ের বীজ! আফগানিস্তানের স্বপ্ন দেখা শুরু হয় এক ভারতীয়র হাত ধরেই