সাভারে বাসচাপায় নারী পুলিশ সদস্য নিহত, চালক গ্রেফতার

সাভারের হেমায়েতপুরে সেলফি পরিবহনের বাসচাপায় আফসানা আক্তার নামে এক নারী পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। এই ঘটনায় বাসচালক কামরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশের বিশেষ শাখা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

সোমবার (২৭ নভেম্বর) নওগাঁ জেলার মহাদেবপুর থানার পুকুর চান্দাশ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে, বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এতে নিহতের স্বামীও গুরুতর আহত হন। নিহত আফসানা বরিশাল জেলার আব্দুল করিমের মেয়ে।

বুধবার (২৯ নভেম্বর) রাজধানীর ধানমন্ডিতে সংস্থাটির প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পিবিআই ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) মো. কুদরত-ই-খুদা।

তিনি বলেন, নিহত কনস্টেবল আফসানা আক্তার রাজধানীর উত্তরা ১১ নম্বরে এপিবিএনে কর্মরত ছিলেন। কাজ শেষে উত্তরা থেকে স্বামীর সঙ্গে মোটরসাইকেলে বোনের বাসায় যাওয়ার জন্য রওনা দেন। পথে সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় সেলফি পরিবহনের একটি দ্রুতগতির বাস পেছন থেকে তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এ সময় ওই পুলিশ সদস্য সড়কে ছিটকে পড়লে বাসটি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তিনি মারা যান। তার স্বামীও আহত হয়েছেন। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের হয়। মামলাটি সাভার হাইওয়ে থানা পুলিশ তদন্ত করে। পাশাপাশি পিবিআই ছায়াতদন্ত শুরু করে। পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাসচালক কামরুলকে মহাদেবপুর থানার হাজরাপুকুর চান্দাশ এলাকা থেকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।

পিবিআই ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) মো. কুদরত-ই-খুদা আরও জানান, ঘটনার পর পর বাসচালক কামরুল একটি পিকআপে পালিয়ে যান। তাকে গ্রেফতারের উদ্দেশ্যে অভিযান চালালেও বগুড়ায় গিয়ে তিনি সটকে পড়েন। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চান্দাশ এলাকার এক বাড়ির মাটির ঘর থেকে তাকে গ্রেফতার করা হয়।

অভিযুক্ত বাসচালক কামরুল ইসলামকে সাভার হাইওয়ে থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে বলেও জানান পুলিশ সুপার।