Mamata Banerjee: পুলিশি তদন্তের মধ্যেই মমতার দাবি ইডেনের টিকিট গিয়েছে BJP কর্মীদের কাছে

টিকিট না পাওয়ায় কলকাতার ইডেন গার্ডেন্সে ভারত – দক্ষিণ আফ্রিকা ম্যাচ না দেখতে পারার আক্ষেপ এখনো কাটেনি। এবার টিকিটের হাহাকার নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বিধানসভায় তিনি বলেন, ‘সব টিকিট পেয়েছে বিজেপির লোকেরা।’

বুধবার বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘অনলাইনে টিকিট এক মিনিটে বন্ধ। কোথায় গেল সেই টিকিট। ৩০ – ৪০ হাজার টিকিট বিজেপির লোকেরা পেয়েছে।’

এবারের বিশ্বকাপে টিকিট বিক্রির দায়িত্বে ছিল একটি বেসরকারি সংস্থা। সমস্ত টিকিটই বিক্রি হয়েছে অনলাইনে। ইডেন গার্ডেন্সে গত ৫ নভেম্বর ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে ম্যাচ হয়। সেই ম্যাচের আগে ময়দানে গিয়ে টিকিট পাননি কেউ। যারা টিকিট পেয়েছেন তারা সবাই আগে থেকে অনলাইটে টিকিট কেটে রেখেছিলেন। এর পরই ইডেনের টিকিটে কালোবাজারির অভিযোগ। অভিযোগ হয় ময়দান থানায়।

টিকিট কোথায় গেল তা জানতে টিকিট বিক্রির দায়িত্বে থাকা সংস্থার এক কর্তা ও CAB সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে তলব করে কলকাতা পুলি। হাজিরা দেন টিকিট বিক্রির দায়িত্বে থাকা সংস্থার কর্তা। লালবাজারে গিয়ে দেখা করেন স্নেহাশিসবাবু। তার পর যদিও বিষয়টি ধামাচাপা পড়ে যায়। পুলিশ এব্যাপারে কোনও কথা না বললেন, মুখ্যমন্ত্রী দাবি করলেন টিকিট গিয়েছে বিজেপি কর্মীদের কাছে।