Sports Highlights: Know Latest Updates Of Teams Players Matches And Other Highlights 29th November

কলকাতা: রাহুল দ্রাবিড়কেই ভারতীয় দলের কোচের পদে বহাল রাখার সিদ্ধান্ত নিল বিসিসিআই। সাদা বলের ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের জন্য সরে দাঁড়াতে চান কোহলি? এক নজরে সারাদিনের খেলার সব খবর। 

কোচের দায়িত্বে দ্রাবিড়ই

জল্পনা চলছিল বেশ কিছুদিন ধরেই। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে দিল বিসিসিআই (BCCI)। ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) কোচের পদ থাকছেন রাহুল দ্রাবিড়ই (Rahul Dravid)। এমনকী তাঁর সাপোর্ট স্টাফদেরও বদল হচ্ছে না। অর্থাৎ ব্যাটিং কোচ হিসেবে বিক্রম রাঠোর (Vikram Rathore), বোলিং কোচ হিসেবে পারস মাম্বরে ও ফিল্ডিং কোচ হিসেবে টি দিলীপই থাকছেন দলের সঙ্গে। ভারতীয় দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের পর দক্ষিণ আফ্রিকা সফরে উড়ে যাবে। সেখানে রোহিত, বিরাটদের দলের সঙ্গে যাবেন দ্রাবিড় ও তাঁর টিম। সূত্রের খবর, বিসিসিআই যে প্রস্তাব দ্রাবিড়কে দিয়েছিল ফের কোচের পদে বহাল থাকার জন্য, তা তিনি মেনে নিয়েছেন।

বাংলার হার

বিজয় হাজারে ট্রফিতে (Vijay Hazare) বড় জয় বাংলা (Bengal Cricket) ব্রিগেডের। মধ্যপ্রদেশকে (Madhya Pradesh) ১৯৩ রানে হারিয়ে দিল সুদীপ ঘরামির দল। ব্যাট হাতে অর্ধশতরান হাঁকালেন প্রাক্তন বাংলা অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ (Abhimanyu Iswaran)। বল হাতে ভেল্কি দেখালেন শাহবাজ আহমেদ (Shahbaz Ahmed)। প্রথমে ব্যাট করতে নেমে বাংলা দল নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৫৪ রান বোর্ডে তুলে নিয়েছিল। জবাবে রান তাড়া করতে নেমে ব্যাটিং ভাঙন দেখা যায় মধ্যপ্রদেশের। মাত্র ৬১ রানে অল আউট হয়ে যায় মধ্য়প্রদেশ।

ভারতের শ্রীলঙ্কা সফর

আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) আসর রয়েছে। ওয়েস্ট ইন্ডিজের (West Indies) মাটিতে বসবে এই টুর্নামেন্টের আসর। এর এই মেগা টুর্নামেন্টের পরই শ্রীলঙ্কা (Sri Lanka Cricket Team) সফরে উড়ে যাবে টিম ইন্ডিয়া। বিসিসিআইয়ের (BCCI) তরফে সেই বিষয়ে জানিয়ে দেওয়া হল বুধবার। আগামী বছর জুলাই ও আগস্টে শ্রীলঙ্কা সফরে গিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি ও তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে রোহিত বাহিনী। ২০২৪ ক্রিকেট মরসুমে মোট ৫২টি আন্তর্জাতিক ক্রিকেট ম্য়াচ খেলবে ভারতীয় দল। তার মধ্যে রয়েছে ১০টি টেস্ট, ২১টি ওয়ান ডে ও ২১টি টি-টোয়েন্টি ম্যাচ। তবে এই ক্রীড়াসূচির মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার ভারতের ম্যাচগুলোকে ধরা হয়নি। 

সাদা বলের ক্রিকেট খেলবেন না কোহলি!

বিশ্বকাপের (ODI World Cup) পরই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে ভারত। ঘরের মাঠে সেই সিরিজে খেলছেন না বিরাট কোহলি (Virat Kohli)। বিশ্বকাপের ধকলের পর এই সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে রোহিত শর্মা, কোহলি, যশপ্রীত বুমরা, মহম্মদ শামিদের। বিশ্বকাপের দল থেকে মাত্র ২ জন ক্রিকেটারকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের দলে রাখা হয়েছে। আর শ্রেয়স আইয়ার এই সিরিজে শেষ দুটি ম্যাচে খেলবেন শুধু।

তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ শেষ হলেই দক্ষিণ আফ্রিকা সফরে যাবে ভারতীয় দল। সেই সফরে সীমিত ওভারের ক্রিকেটে না-ও খেলতে পারেন কোহলি। সূত্রের খবর, ভারতীয় ক্রিকেট বোর্ডেরক কর্তাদের কোহলি জানিয়েছেন যে, তাঁকে যেন দক্ষিণ আফ্রিকা সফরে সীমিত ওভারের দলের জন্য ভাবা না হয়। কবে ফের ওয়ান ডে ও টি-টোয়েন্টিতে মাঠে ফিরবেন কোহলি, তা নিয়েও ধোঁয়াশা রয়েছে। জানা গিয়েছে, অনির্দিষ্টকালের জন্য সীমিত ওভারের ক্রিকেটে খেলবেন না কোহলি। যার অর্থ, দক্ষিণ আফ্রিকা সফরে সীমিত ওভারের ক্রিকেটের পাশাপাশি জানুয়ারিতে আফগানিস্তানের বিরুদ্ধে যে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত, সেখানেও হয়তো দেখা যাবে না কোহলিকে। বোর্ড সূত্রে খবর, কোহলিকে বলা হয়েছে আপাতত শুধু টেস্ট ক্রিকেটে মনোনিবেশ করতে। অর্থাৎ, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে কোহলি খেলবেন। তাঁকে পাওয়া যাবে না শুধু ওয়ান ডে ও টি-টোয়েন্টি সিরিজে।

টিম ইন্ডিয়ার কোচিংয়ে নেহরার না?

খবর অনুযায়ী, বিসিসিআইয়ের তরফে আশিস নেহরাকে (Ashish Nehra) ভারতীয় দলের কোচ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। গুজরাত টাইটান্সের প্রধান কোচের ভূমিকায় অল্প সময়েই বেশ প্রভাবিত করেছেন প্রাক্তন ভারতীয় ফাস্ট বোলার। তাঁর কোচিংয়ে প্রথম বছরেই খেতাব জিতে নেয় গুজরাত টাইটান্স। এই বছর তাঁরা অল্পের জন্য খেতাব হাতছাড়া করে। ফাইনালে হারতে হয় টাইটান্সদের। এই দুর্দান্ত রেকর্ডের ফলেই সম্ভবত বিসিসিআই নেহরাকে ভারতীয় দলের কোচ হওয়ার প্রস্তাব দিয়েছিল। 

সব ফর্ম্যাটের জন্য নয়, নেহরাকে কেবল টি-টোয়েন্টি ফর্ম্যাটেই ভারতকে কোচিং করানোর প্রস্তাব দেওয়া হয়েছিল বলে শোনা যাচ্ছে। কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেন। এরপরেই দ্রাবিড়কে সব ফর্ম্যাটের কোচ হিসাবেই ফের একবার দায়িত্ব দেওয়া হয়। বিশ্বকাপ ফাইনালে হারলেও দ্রাবিড়ের গত ২ বছরের কোচিং অভিজ্ঞতা ও দলে তাঁর উপস্থিতির যে ইতিবাচক ফল পাওয়া গিয়েছে, তাতে বোর্ড বেশ সন্তুষ্ট। তাই অন্ততপক্ষে টি-টােয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত দ্রাবিড়কেই কোচ রাখার পক্ষে বোর্ড। তবে ঠিক কবে পর্যন্ত এই পদে বহাল থাকবেন দ্রাবিড়, তা এখনও জানানো হয়নি।

বেঙ্গালুরুর ক্লাবের সঙ্গে স্পার্সের চুক্তি

বিশ্বের অন্যতম প্রসিদ্ধ ফুটবল দল টটেনহ্যাম হটস্পার (Tottenham Hotspur) এবার ভারতীয় ফুটবলের উন্নয়নের স্বার্থে এগিয়ে এল। মঙ্গলবার, ২৮ নভেম্বর প্রিমিয়ার লিগের ক্লাবটি বেঙ্গালুরুর সুপার ডিভিশনের ক্লাব কিক স্টার্ট এফসির সঙ্গে তিন বছরের পার্টনারশিপ ঘোষণা করল। তাও আবার স্পার্স প্রাক্তনী তথা ক্লাব অ্যাম্বাসাডর ওজ়ভাল্ডো আরডিলেস এবং লেডলি কিংয়ের উপস্থিতিতে। 

ইংল্যান্ডের ক্লাব এই প্রথম কোনও ভারতীয় ক্লাবের সঙ্গে গাঁটছড়া বাঁধল। স্পার্সের কোচিং দলের তরফে ভারতীয় ক্লাবটিকে দলের ট্রেনিংয়ের পাশাপাশি ফুটবল সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সাহায্য করা হবে। যাতে পরিকাঠামোগত উন্নতির সঙ্গে সঙ্গে ফুটবলাদের উন্নতি সম্ভব হয়। ১৯৭৮ সালের বিশ্বজয়ী আর্জেন্তাইন ফুটবলার ওজ়ভাল্ডো কিকস্টার্টের উদ্যম দেখে বেশ প্রভাবিত হয়েছেন এবং তাঁদের সঙ্গে গাঁটছড়া বেঁধে পরবর্তী প্রজন্মের ফুটবলারদের তৈরি করার এই প্রজেক্ট নিয়ে তিনি বেশ উৎসাহিতও বটে।

কোহলি, ব্র্যাডম্যানের সঙ্গে এক আসনে কেন

দলের প্রয়োজনের সময় ফের ব্যাট হাতে জ্বলে উঠলেন কেন উইলিয়ামসন (Kane Williamson)। সেই সঙ্গে স্পর্শ করলেন ডন ব্র্যাডম্যান ও বিরাট কোহলিকে। বাংলাদেশের বিরুদ্ধে সিলেট টেস্টে ঝকঝকে সেঞ্চুরি করলেন কিউয়ি তারকা। বিশ্বকাপের পরই বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরসিজ খেলছে নিউজ়িল্য়ান্ড। সিলেটে প্রথম টেস্টের দ্বিতীয় দিন সেঞ্চুরি করলেন উইলিয়ামসন। মন্থর পিচে যে ইনিংস দেখে মুগ্ধ প্রাক্তন ক্রিকেটার ও বিশেষজ্ঞরা। টেস্টে ২৯তম সেঞ্চুরি হয়ে গেল উইলিয়ামসনের। তিনি স্পর্শ করে ফেললেন স্যর ব্র্যাডম্যান ও কোহলিকে। দুজনেরই টেস্টে ২৯টি সেঞ্চুরি রয়েছে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y

আরও পড়ুন: বাংলা থেকে ক্রিকেটার তুলে আনতে উদ্যোগী কেকেআর, শুরু হল জুনিয়র নাইটস চ্যাম্পিয়নশিপ