Murder Plot of Khalistani terrorist: পান্নুনকে খুনের ছক নিয়ে মার্কিন দাবির তদন্তে ভারত, জানানো হল কমিটি গঠনের কথা

কয়েকদিন আগেই খলিস্তানি নেতা গুরপত সিং পান্নুনকে খুনের ছক নিয়ে ভারতের কাছে উদ্বেগ প্রকাশ করেছিল আমেরিকা। এই আবহে বিষয়টি খতিয়ে দেখতে ভারত একটি উচ্চ-পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে বলে জানালেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি। এই বিষয়ে বাগচি বলেন, ‘সংগঠিত অপরাধ, বন্দুকধারী এবং সন্ত্রাসীদের মধ্যে সম্পর্ক বিষয়ে বেশ কিছু ইনপুট আমেরিকা আমাদের দিয়েছে। সেই ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে দেশে।’ অরিন্দম বাগচি বলেন, ‘ভারত-মার্কিন নিরাপত্তা সহযোগিতার বিষয়ে সম্প্রতিক আলোচনা হয় দুই দেশের। মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সংগঠিত অপরাধী, বন্দুকধারী, সন্ত্রাসী এবং অন্যান্যদের মধ্যে সম্পর্কের বিষয়ে কিছু ইনপুট আমাদেরকে জানানো হয়। এই ইনপুটগুলি উভয় দেশের জন্য উদ্বেগের কারণ। এই ইস্যুতে প্রয়োজনীয় ফলোআপ পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।’ (আরও পড়ুন: পাথরের গা বেয়ে নামা জল আর মুড়ি খেয়ে ছিলাম, টানেলের অভিজ্ঞতার কথা জানালেন অনিল)

প্রসঙ্গত, সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে দাবি করা হয়েছিল, শিখস ফর জাস্টিস প্রধান গুরপতবন্ত সিং পান্নুনকে আমেরিকায় হত্যা করার ছক কষা হয়েছিল। তা নিয়ে ভারতকে সতর্ক করেছে আমেরিকা। ওয়াশিংটনের তরফ থেকে নাকি জানানো হয়, সেই হামলার ছকে দিল্লির যোগ থাকার সম্ভাবনা রয়েছে। এই আবহে ভারতের সংশ্লিষ্ট দফতর বিষয়টি খতিয়ে দেখছে বলে জানান ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি। রিপোর্ট অনুযায়ী, গত জুন মাসে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকা সফরে গিয়েছিলেন, তখনই নাকি মার্কিন প্রশাসনের তরফ থেকে গুরপতবন্তের ওপর হামলার ছকের প্রসঙ্গটি উত্থাপিত করা হয়েছিল। তবে রিপোর্টে এটা স্পষ্ট করে জানানো হয়নি যে এফবিআই-এর হস্তক্ষেপে হামলাকারী নিজের পরিকল্পনা ত্যাগ করেছিল, নাকি গুরপতবন্তের ওপর হামলা হয়েছিল এবং সেই সময় তা ভেস্তে দেওয়া হয়েছিল।

আরও পড়ুন: ১৭ দিন পর ভোরের সূর্যের দেখা পেলেন ৪১ শ্রমিক, কেমন কাটল তাঁদের নতুন সকাল?

উল্লেখ্য, গত জুন মাসে কানাডায় এক গুরুদ্বারের ভেতরেই গুলি করে হত্যা করা হয় খলিস্তানপন্থী জঙ্গি হরদীপ সিং নিজ্জরকে। জানা যায়, হরদীপ খলিস্তান টাইগার ফোর্সের প্রধান ছিল। গুরপতবন্ত সিং পান্নুনের ‘শিখস ফর জাস্টিস’ সংগঠনের মতাদর্শ প্রচারের দায়িত্ব ছিল হরদীপের টাইগার ফোর্সের ওপর। প্রসঙ্গত, ভারতে ইতিমধ্যেই নিষিদ্ধ গুরপতবন্তের ‘সিখস ফর জাস্টিস’। সেই সংগঠনেরই প্রতিনিধি হিসেবে কানাডায় নিযুক্ত ছিল হরদীপ। আর নিজ্জরের মৃত্যুর পর থেকেই বিভিন্ন হুমকি দিয়ে আসছে গুরপতবন্ত।