ABP Exclusive: Mohammed Shami Is Missing From India’s ODI, T20I Squad, Doubtful For Test Series Vs South Africa, Know The Reason

সন্দীপ সরকার, কলকাতা: বিশ্বকাপে (ODI World Cup) তাঁর আগুনে বোলিং হইচই ফেলে দিয়েছিল। টুর্নামেন্টের শুরুর চার ম্যাচে ভারতের (Team India) প্রথম একাদশে সুযোগ পাননি। তাঁর পরিবর্তে খেলানো হচ্ছিল শার্দুল ঠাকুরকে। তবে হার্দিক পাণ্ড্যর (Hardik Pandya) চোট তাঁর জন্য প্রথম একাদশের দরজা খুলে দেয়। আর মাঠে নেমে মহম্মদ শামি (Mohammed Shami) প্রমাণ করে দেন, তাঁকে বসিয়ে রাখা কত বড় ভুল ছিল টিম ম্যানেজমেন্টের। ৭ ম্যাচে ২৪ উইকেট। ভারত বিশ্বচ্যাম্পিয়ন না হলেও, শামিই টুর্নামেন্টের সেরা বোলারের স্বীকৃতি পান।

কিন্তু আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরের ওয়ান ডে ও টি-টোয়েন্টি সিরিজের দলে রাখা হয়নি বাংলার পেসারকে। টেস্ট দলে শামির নাম থাকলেও, ভারতীয় বোর্ড জানিয়েছে যে, ফিট থাকলে তবেই খেলবেন ডানহাতি পেসার! কিন্তু কী হয়েছে শামির? কেনই বা তাঁর ফিটনেস নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা?

বিশ্বকাপের ঠিক পরেই ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে ভারত। সেই সিরিজের দলে শামিকে রাখা হয়নি। বিশ্বকাপে খেলার ধকল থেকে ক্রিকেটারদের মানসিক ও শারীরিকভাবে চাঙ্গা করার লক্ষ্য নিয়েই রোহিত শর্মা, বিরাট কোহলি, যশপ্রীত বুমরাদের পাশাপাশি শামিকেও বিশ্রাম দেওয়া হয়েছিল। মনে করা হয়েছিল যে, দক্ষিণ আফ্রিকা সফরে জাতীয় দলে ফিরবেন শামি।

কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যায় যে দল ঘোষণা করা হয়, সেখানে ওয়ান ডে ও টি-টোয়েন্টি ফর্ম্যাটে শামির নাম না দেখে অবাক হন অনেকে। সবচেয়ে বড় কথা, টেস্ট দলে বাংলার পেসার থাকলেও, ভারতীয় বোর্ড জানায় ফিট হলে তবেই খেলবেন শামি।

একদিন আগেই বিজয় হাজারে ট্রফিতে বাংলার ম্যাচ দেখতে মুম্বই সংলগ্ন থানে-তে গিয়েছিলেন শামি। বাংলার হয়ে খেলছেন তাঁর ভাই মহম্মদ কাইফ। ভাইয়ের সঙ্গে সময় কাটান জাতীয় দলের পেসার। বাংলা দলের সতীর্থ ও কোচিং স্টাফদের সঙ্গেও খোশমেজাজে আড্ডা মারেন। তাঁকে দেখে কোনওভাবেই আনফিট মনে হয়নি। তাহলে রাতারাতি কী হল ভারতীয় ফাস্টবোলারের?

খোঁজ নিয়ে জানা গেল, শামির গোড়ালিতে চোট রয়েছে। গোড়ালি বেশ ফুলেও রয়েছে। আপাতত মুম্বইয়ে চিকিৎসা চলছে শামির। বাংলার কোচ সৌরাশিস লাহিড়ি বলছিলেন, ‘শামি চিকিৎসা করাতেই মুম্বই এসেছে। ডাক্তার দেখানোর পর আমাদের ম্যাচ ছিল যে মাঠে, সেখানে এসেছিল। ওর গোড়ালির চিকিৎসা চলছে।’

দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে ভারতীয় দল (Team India)। প্রোটিয়াদের বিরুদ্ধে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ান ডে ম্যাচের সিরিজ খেলবে ভারত। সব শেষে হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। তিন সিরিজের জন্য ভারতীয় দল নির্বাচিত হল বৃহস্পতিবার। ২৬ ডিসেম্বর, বক্সিং ডে-তে শুরু হবে প্রথম টেস্ট। শামির গোড়ালির চোট পুরোপুরি সারলে তবেই সেই ম্যাচে দেখা যাবে।

নির্বাচিত টেস্ট দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, রুতুরাজ গায়কোয়াড়, ঈশান কিষাণ (উইকেটকিপার), কে এল রাহুল (উইকেটকিপার), আর অশ্বিন, রবীন্দ্র জাডেজা, শার্দুল ঠাকুর, মহম্মদ সিরাজ়, মুকেশ কুমার, মহম্মদ শামি*, যশপ্রীত বুমরা (সহ অধিনায়ক) ও প্রসিদ্ধ কৃষ্ণ।

*ফিট হলে খেলবেন শামি।

টি-টোয়েন্টি সিরিজের নির্বাচিত দল: যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, রুতুরাজ গায়কোয়াড়, তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), রিঙ্কু সিংহ, শ্রেয়স আইয়ার, ঈশান কিষাণ (উইকেটকিপার), জিতেশ শর্মা (উইকেটকিপার), রবীন্দ্র জাডেজা (সহ অধিনায়ক), ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, কুলদীপ যাদব, অর্শদীপ সিংহ, মহম্মদ সিরাজ়, মুকেশ কুমার ও দীপক চাহার।

ওয়ান ডে সিরিজের নির্বাচিত দল: রুতুরাজ গায়কোয়াড়, সাই সুদর্শন, তিলক বর্মা, রজত পাতিদার, রিঙ্কু সিংহ, শ্রেয়স আইয়ার, কে এল রাহুল (অধিনায়ক ও উইকেটকিপার), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), অক্ষর পটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, মুকেশ কুমার, আবেশ খান, অর্শদীপ সিংহ ও দীপক চাহার।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: বারুদের বিষগন্ধেও বিশ্বজয়ের বীজ! আফগানিস্তানের স্বপ্ন দেখা শুরু হয় এক ভারতীয়র হাত ধরেই