Anju: জেরা করতেই আসল কারণ বলে ফেললেন অঞ্জু, দ্বিতীয় বর পড়ে রইল পাকিস্তানে, তিনি কেন ভারতে?

নতুন বরের সঙ্গে পাঁচ মাস পাকিস্তানে কাটিয়ে ভারতে ফিরে এসেছেন অঞ্জু। কিন্তু কেন তিনি ফিরে এলেন এই প্রশ্নটা ভাবাচ্ছে অনেককেই। বুধবার ওয়াঘা সীমান্ত দিয়ে দিয়ে ভারতে আসেন অঞ্জু। তাঁর বর্তমান নাম ফতিমা। সীমান্ত পার হতেই গোয়েন্দা আধিকারিকরা তাকে জেরা করেন। এরপর তাকে দিল্লি যাওয়ার ছাড়পত্র দেওয়া হয়।

এদিকে জেরার সময় তাকে প্রশ্ন করা হয়েছিল পাকিস্তানের প্রতিরক্ষার লোকজনের সঙ্গে তার কোনও যোগাযোগ রয়েছে কি না। কিন্তু তিনি এটা মানতে চাননি।

কিন্তু তিনি এলেন কেন? টাইমস নাওয়ের খবর অনুসারে জানা গিয়েছে, তিনি তাঁর ভারতীয় স্বামীকে ডিভোর্স দেওয়ার জন্য় এসেছেন। এরপর তিনি বাচ্চাদের নিয়ে পাকিস্তানে যেতে চান। তিনি জানিয়েছেন খ্রীষ্টান ধর্ম থেকে তিনি মুসলিম ধর্ম গ্রহণ করেছেন। নাসরুল্লাহকে বিয়ে করেছেন। তিনি ওষুধের ব্যবসা করেন।

মোটামুটি এটাই হল অঞ্জুর ভারতে আসার মূল কারণ। তবে অঞ্জুর প্রথম স্বামীকে এনিয়ে প্রশ্ন করেছিল সংবাদ মাধ্যম। তিনি অঞ্জুর নাম শুনলেই রেগে যাচ্ছেন। তিনি সাফ জানিয়েছেন, অঞ্জু কী করবেন কী করবেন না তা নিয়ে তিনি কিছুই জানেন না।

আসলে রাজস্থানের আলওয়ারের বাসিন্দা ওই মহিলা। বয়স ৩৪ বছর। তবে পাকিস্তান থেকে ফিরে এলেও তার কাছে বিয়ে সংক্রান্ত কোনও কাগজপত্র নেই। তাঁর দাবি ফেসবুকে নাসরুল্লাহর সঙ্গে তার আলাপ। এরপর সেই আলাপ থেকে প্রেম। এরপর স্বামী অরবিন্দকে তিনি বলেছিলেন কয়েকদিনের জন্য জয়পুরে যাচ্ছেন। পরে তার স্বামী জানতে পারেন অঞ্জু পাকিস্তানে চলে গিয়েছেন। অঞ্জুর ১৫ বছরের একটা মেয়ে আর ৬ বছরের একটা ছেলে আছে।

এদিকে সম্প্রতি নাসরুল্লাহ বলতে শুরু করেন অঞ্জু তার ছেলে মেয়েদের দেখতে চাইছে।

সংবাদ সংস্থা পিটিআইকে ফোনে জানিয়েছিলেন নাসরুল্লাহ, যে অঞ্জু তার ছেলে মেয়েদের খুব মিস করছে। তাদের জন্য তার মন খারাপ হচ্ছে। ক্রমেই অসুস্থ হয়ে পড়ছে। এরপর সে ভারতে ফিরে এসেছে। কিন্তু প্রশ্ন উঠছে তার অন্য কোনও মতলব নেই তো!

তবে তার আসার পেছনে অন্য কোনও কারণ রয়েছে কি না তা খোঁজ নিয়ে দেখছেন গোয়েন্দারা।

তবে অঞ্জু নাকি জানিয়েছেন, প্রথম বরকে ডিভোর্স দিয়ে তিনি বাচ্চাদের নিয়ে পাকিস্তানে ফিরতে চান। তবে তার আসল উদ্দেশ্য় নিয়ে নানা কথা উঠছে।