Rohit Sharma Should Continue Indian Captain Until T20 World Cup 2024 Shares Sourav Ganguly

কলকাতা : টি ২০ বিশ্বকাপে (T20 World Cup 2024) ভারতের অধিনায়কত্ব করবেন কে ? রোহিত শর্মা (Rohit Sharma) কি আর খেলবেন টি ২০ তে ? এই দুটো প্রশ্নই এই মুহূর্তে ঘুরপাক খাচ্ছে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মধ্যে। আর হিটম্যানের কুড়ির ক্রিকেটের কেরিয়ার নিয়ে প্রশ্নের মাঝেই সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ড্য, কে এল রাহুলদের নাম ঘোরাফেরা করছে আলোচনায়। এর মাঝেই বিশের বিশ্বকাপের জন্য ভারতীয় অধিনায়ক হিসেবে তাঁর পছন্দ বেছে নিলেন সৌরভ বন্দ্যোপাধ্যায় (Sourav Ganguly)। 

মহারাজের মতে, রোহিত শর্মাই টি২০ বিশ্বকাপে ভারতের অধিনায়কত্বের করার জন্য সেরা পছন্দ। এক অনুষ্ঠানে দক্ষিণ আফ্রিকা (India vs South Africa Series) সিরিজের জন্য তিন ফর্মাটে ভারতের তিন অধিনায়ক বেছে নেওয়া প্রসঙ্গে বলতে গিয়ে সৌরভ বলেছেন, ‘টি২০-তে  সূর্য অধিনায়ক। তবে ওডিআই দলে নিয়মিত নয় ও, তাই কেএলকে দায়িত্ব দেওয়া হয়েছে একদিনের আন্তর্জাতিকে। আর রোহিত টেস্ট খেলতে চায়, স্বাভাবিকভাবেই সেখানে ও দলনায়ক।’

আগামী সময়ে ভারতীয় দলের অধিনায়কত্ব কার হাতে থাকা উচিত জানতে চাইলে মহারাজের মন্তব্য ‘রোহিত শর্মা দলে ফিরলে তিন ফর্মাটেই ওঁর অধিনায়কত্ব করা উচিত। বিশ্বকাপে দুরন্ত অধিনায়কত্ব করেছে ও। রোহিত একজন লিডার। আমার মনে হয় টি২০-তেও রোহিতেরই এই মুহূর্তে অধিনায়কত্ব চালিয়ে যাওয়া উচিত। অন্তত পরের টি২০ বিশ্বকাপ পর্যন্ত।’

প্রসঙ্গত, ২০২৪ সালে পরের টি ২০ বিশ্বকাপ। ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে বসতে চলেছে যে আসর। বছরখানেক পরে যে প্রতিযোগিতায় ভারত কার নেতৃত্বে মাঠে নামবে তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। বিশ্বকাপের পর আপাতত অজিদের বিরুদ্ধে বিশের ফর্মাটে ভারতের অধিনায়কত্ব করছেন সূর্যকুমার যাদব। আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্যও ক্যাপ্টেনের দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকেই। প্রোটিয়াদের বিরুদ্ধে সাদা বলে ক্রিকেট না খেলার কথাই ভারতীয় বোর্ডকে জানিয়েছিলেন রোহিত শর্মা। তাই সেখানে শুধু টেস্ট সিরিজের জন্যই অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকে।                                                                                           

আরও পড়ুন- ‘সকলেই বলবেন ধোনি সেরা অধিনায়ক, কিন্তু রোহিত শর্মা…’, হিটম্যানকে নিয়ে যা বললেন অশ্বিন….