Sourav Ganguly Ex Board President Shows His Trust On Coach Rahul Dravid Expression Happiness Over Contract Extension

কলকাতা : বোর্ড প্রেসিডেন্ট থাকাকালীন তিনিই টিম ইন্ডিয়ার কোচিংয়ের দায়িত্বে এনেছিলেন রাহুল দ্রাবিড়কে (Rahul Dravid)। বিশ্বকাপে (World Cup 2023) টিম ইন্ডিয়ার তুখোড় পারফরম্যান্সের পর বোর্ড রাহুলের মেয়াদ বাড়ানোয় রীতিমতো খুশি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। আরও অনেকদিন তাঁর প্রাক্তন সতীর্থ-ই মেন ইন ব্লু-র দায়িত্বে থাকবেন বলেও আশাপ্রকাশ করলেন তিনি। 

কলকাতায় এক অনুষ্ঠানে হাজির হয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, ‘দ্রাবিড়েই আস্থা রাখায় অবাক হইনি। বোর্ডের দায়িত্বে যখন ছিলাম, আমরাই কোচের দায়িত্ব কাঁধে নিতে ওঁকে রাজি করিয়েছিলাম। ওঁর দায়িত্বের মেয়াদবৃদ্ধি হওয়াতে তাই ভীষণ খুশি।’ প্রসঙ্গত, বিশ্বকাপে টানা ১০ ম্যাচ জিতলেও ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছিল ভারতকে। চ্যাম্পিয়নের মুকুট অধরাই থেকেছে।। তবে হেড কোচ দ্রাবিড়ের নেতৃত্বে আগামী সাত মাসের মধ্যে ফের বিশ্বকাপ জেতার সুযোগ রয়েছে বলেই মনে করিয়ে দিলেন মহারাজ।

২০২৪ সালের টি ২০ বিশ্বকাপের প্রসঙ্গ সামনে এনে সৌরভ বলেছেন, ‘চ্যাম্পিয়ন হয়তো হতে পারেনি, তবে বিশ্বকাপে সেরা পারফরম্যান্স মেলে ধরেছে ভারতীয় দল। আমাদের যাত্রাও ফাইনালে থেমেছিল। এই মুহূর্তে দ্রাবিড়ের কাছে ফের সুযোগ রয়েছে। আগামী সাত মাসে ফের ওয়েস্ট ইন্ডিজে হবে বিশ্বকাপ (টি২০ বিশ্বকাপ ২০২৪), আশা রাখি সেখানে ফাইনালিস্টের তকমা ঝেড়ে বিশ্বচ্যাম্পিয়ন হতে পারবে ভারত।’

কোচ রাহুল দ্রাবিড়ের পাশাপাশি অধিনায়ক হিসেবে রোহিত শর্মার ওপরেই আস্থা রাখছেন মহারাজ। সঙ্গে আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরেও ভারতের সাফল্য নিয়ে আশাবাদী সৌরভ। প্রোটিয়া সফরেই এবার তিন ফর্ম্যাটে তিন ক্যাপ্টেন নিয়ে যাচ্ছে ভারতীয় দল। সেটা কি কোথাও দলের ভারসাম্যে প্রভাব ফেলবে? সৌরভ কিন্তু তেমন কোনও সম্ভাবনা দেখছেন না। বরং তারুণ্যে ভরপুর এই টিম ইন্ডিয়া সাফল্যের নতুন উচ্চতায় পৌঁছবে বলেই তাঁর আশা।                                                                                       

আরও পড়ুন- টি ২০ বিশ্বকাপে ভারতের অধিনায়ক কে ? মহারাজ বেছে নিলেন তাঁর পছন্দ

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।