Success of Bengal: দুধ-ডিম-মাংস উৎপাদনে বড় সাফল্য বাংলার, স্বীকৃতি দিল মোদী সরকার

ফের বড় সাফল্য পেল বাংলা। আর সেই সাফল্যকে স্বীকৃতি দিল কেন্দ্রীয় সরকার। দুধের উৎপাদনে এতদিন অনেকেই জানেন গুজরাটের কথা। তবে এবার বাংলাও কিছু কম যায় না। মূলত ডিম, দুধ, মাংসের উৎপাদনে রাজ্যের সাফল্যকে স্বীকৃতি দিয়েছে কেন্দ্রীয় সরকার। তবে বাংলার মুখ্যমন্ত্রী বার বারই দুধ, ডিম ও মাংস উৎপাদনে যাতে রাজ্য স্বাবলম্বী হতে পারে তা নিয়ে জোর দিয়েছেন। মূলত জেলাস্তরে যে সমস্ত প্রশাসনিক বৈঠকগুলি হয় সেখানেও তিনি একাধিকবার এই প্রসঙ্গ তুলেছেন।

২০২২-২৩ অর্থবর্ষে কোন রাজ্য় দুধ, ডিম ও মাংস উৎপাদনে কতটা এগিয়ে রয়েছে তারই একটা পরিসংখ্যান সামনে আনা হয়েছিল। আর তাতেই বেশ বড় সাফল্য পেয়েছে পশ্চিমবঙ্গ।

এদিকে দুধ উৎপাদনে রাজ্য গোটা দেশের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে। ২০২২-২৩ অর্থবর্ষের হিসাবে দুধ উৎপাদনের নিরিখে বড়় সাফল্য পেয়েছে বাংলা। দুধ উৎপাদনে বৃদ্ধির হার ৮.৬৫ শতাংশ।

তবে শুধু দুধ উৎপাদনের ক্ষেত্রেই নয়, ডিম উৎপাদনেও নজর কেড়েছে বাংলা। ২০২২-২৩ অর্থবর্ষে বিপুল বৃদ্ধি ডিম উৎপাদনে। এবার ডিমের উৎপাদন বৃদ্ধি হয়েছে ২০.১ শতাংশ। গোটা দেশের মধ্যে চতুর্থ স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ ডিম উৎপাদনের নিরিখে। কথায় আছে সান্ডে হো ইয়া মানডে রোজ খাইয়ে আন্ডে। আর সেই ডিম উৎপাদনের নিরিখে বড় সাফল্য পেল বাংলা।

তবে মাংস উৎপাদনেও বড় সাফল্য পেয়েছে বাংলা। গোটা দেশের মধ্য়ে মাংস উৎপাদনে বিরাট সাফল্য পেয়েছে এই বাংলা। ২০২২-২৩ অর্থবর্ষের হিসেবকে সামনে আনা হয়েছে। সেখানে দেখা গিয়েছে সব মিলিয়ে ১৯.৯ শতাংশ মাংস গোটা দেশের মধ্য়ে এই রাজ্যেই উৎপাদন করা হয়েছে। গোটা দেশের মধ্যে দ্বিতীয় স্থান দখল করেছে বাংলা, মাংস উৎপাদনের নিরিখে।

একদিকে বাংলার তৃণমূল সরকার বার বার কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলছে। অন্য়দিকে একের পর এক প্রকল্পে বাংলার সাফল্যে ক্রমেই সামনে আসছে। সব মিলিয়ে একেবারে মেগা সাফল্য বাংলার। আর সেই সাফল্যকে স্বীকৃতি দিচ্ছে খোদ মোদী সরকার।